ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ, ব্যবসায়ীদের জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২২, ১৩: ৪৯
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৪: ৪৬

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নকল ব্যান্ড রোলযুক্ত প্রায় দেড় লাখ মোহিনী, জনি ও পাখা বিড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ১৮টি মামলায় ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ। 
 
এ টি এম আরিফ বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ি বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিম বাজার, পুটায়াদী চৌরাস্তা, খামখেলি বাজার, পলাশতলী, রাঘুনাথপুর বাজার, নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার মোহিনী, জনি ও পাখা বিড়ি জব্দ করা হয়। 
 
অন্যদিকে ভালুকা থানার ওসির নির্দেশনায় উপজেলার মল্লিকবাড়ি অটো স্ট্যান্ড, মাছবাজারে ১০টি দোকানে মোহীনি, নিউ লাকি ও মিরাজ বিড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন পুলিশের উপপরিদর্শক মো. আরিফ ও তাঁর সঙ্গীয় দল। 
 
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে। এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত