নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মধ্যরাতে নান্দাইল বাজারের প্রবেশ পথ বন্ধ করে একদল ডাকাত। বাজারের ভেতরে থাকা পাহারাদারদের বেঁধে রাখে। স্বর্ণের দোকানগুলো টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নান্দাইল মধ্যবাজারে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় পালাতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় নান্দাইল পৌর সদরের বাসিন্দাদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে।
ওই এলাকার বাসিন্দারা জানান, নান্দাইলে বাজারে রাত ২টার দিকে ২০-২৫ সদস্যের একদল ডাকাত নান্দাইল মধ্যবাজারে প্রবেশ করে। বাজারের ৭-৮ জন পাহারাদারকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর রফিকুল ইসলামের মালিকানাধীন বিসমিল্লাহ জুয়েলারি ও আব্দুল মতিন মালিকানাধীন মুক্তা জুয়েলারি স্বর্ণের দোকানের তালা ভেঙে ডাকাতির শুরু করে।
এ সময় বাজারের মধ্যে টহলরত নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) পূর্ণ চিছামসহ পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশের সন্দেহ হলে সামনে এগোলে ডাকাত দলের কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। দুই দোকান থেকে ১৭ ভরি স্বর্ণ, ৮০-৮৫ ভরি রোপা ও নগদ প্রায় ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ডাকাতির ঘটনায় বিসমিল্লাহ জুয়েলারি স্বর্ণের দোকানের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘রাত ৩টার দিকে খবর পেয়ে এসে দেখি আমার স্বর্ণের দোকান থেকে ১৩ ভরি স্বর্ণ, ৫০ ভরি রোপা ও নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে।’
মুক্তা জুয়েলারি দোকানের মালিক আব্দুল মতিন বলেন, ‘আমার দোকানের থাকা ৪ ভরি স্বর্ণ, ৩৫-৪০ ভরির মতো রোপা ও নগদ ৪ লাখ টাকার মতো তালা ভেঙে নিয়ে গেছে। এ ঘটনায় আমাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নিব।’
নান্দাইল মডেল থানার এসআই পূর্ণ চিছাম বলেন, ‘আমরা রাতের বেলায় টহল দিচ্ছিলাম। মধ্যবাজারে ঢুকতেই ১০-১২ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় সামনে এগিয়ে গেলেই বুঝতে পারি এরা ডাকাত। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করছি অতি শিগগিরই জড়িতদের খোঁজ পেয়ে যাব। ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে কেউ অভিযোগ না দিলেও আমরা খুঁজে বের করব।’
মধ্যরাতে নান্দাইল বাজারের প্রবেশ পথ বন্ধ করে একদল ডাকাত। বাজারের ভেতরে থাকা পাহারাদারদের বেঁধে রাখে। স্বর্ণের দোকানগুলো টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নান্দাইল মধ্যবাজারে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় পালাতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় নান্দাইল পৌর সদরের বাসিন্দাদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে।
ওই এলাকার বাসিন্দারা জানান, নান্দাইলে বাজারে রাত ২টার দিকে ২০-২৫ সদস্যের একদল ডাকাত নান্দাইল মধ্যবাজারে প্রবেশ করে। বাজারের ৭-৮ জন পাহারাদারকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর রফিকুল ইসলামের মালিকানাধীন বিসমিল্লাহ জুয়েলারি ও আব্দুল মতিন মালিকানাধীন মুক্তা জুয়েলারি স্বর্ণের দোকানের তালা ভেঙে ডাকাতির শুরু করে।
এ সময় বাজারের মধ্যে টহলরত নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) পূর্ণ চিছামসহ পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশের সন্দেহ হলে সামনে এগোলে ডাকাত দলের কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। দুই দোকান থেকে ১৭ ভরি স্বর্ণ, ৮০-৮৫ ভরি রোপা ও নগদ প্রায় ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ডাকাতির ঘটনায় বিসমিল্লাহ জুয়েলারি স্বর্ণের দোকানের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘রাত ৩টার দিকে খবর পেয়ে এসে দেখি আমার স্বর্ণের দোকান থেকে ১৩ ভরি স্বর্ণ, ৫০ ভরি রোপা ও নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে।’
মুক্তা জুয়েলারি দোকানের মালিক আব্দুল মতিন বলেন, ‘আমার দোকানের থাকা ৪ ভরি স্বর্ণ, ৩৫-৪০ ভরির মতো রোপা ও নগদ ৪ লাখ টাকার মতো তালা ভেঙে নিয়ে গেছে। এ ঘটনায় আমাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নিব।’
নান্দাইল মডেল থানার এসআই পূর্ণ চিছাম বলেন, ‘আমরা রাতের বেলায় টহল দিচ্ছিলাম। মধ্যবাজারে ঢুকতেই ১০-১২ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় সামনে এগিয়ে গেলেই বুঝতে পারি এরা ডাকাত। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করছি অতি শিগগিরই জড়িতদের খোঁজ পেয়ে যাব। ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে কেউ অভিযোগ না দিলেও আমরা খুঁজে বের করব।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে