নেত্রকোনা প্রতিনিধি
জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’
জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’
নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৯ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১৯ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে