নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
কিশোরীর বাবার দায়ের করা অপহরণ মামলায় কারাগারে প্রেমিক। এ দিকে গত মঙ্গলবার থেকে সেই প্রেমিকের বাড়িতেই অবস্থান নিয়েছে কিশোরী। নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তারাপাশা গ্রামের এক কিশোরের (১৮) সঙ্গে একই এলাকার স্কুল পড়ুয়া কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ৬ আগস্ট পালিয়ে যায় তারা। এ দিকে খোঁজাখুঁজি করে না পেয়ে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে কিশোরীর পরিবার। পরে গত ২৩ আগস্ট কিশোরীর পরিবার কিশোর, তাঁর স্বজন ও বন্ধুদের অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
থানায় মামলার ২০ দিন পর কিশোর-কিশোরীকে উদ্ধার করে আদালতে নিয়ে যায়। আদালত কিশোরীর জবানবন্দি রেকর্ড করে তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেন আদালত। অন্যদিকে অভিযুক্ত কিশোরকে জেল হাজতে পাঠানো হয়।
কিন্তু এ ঘটনায় দুই দিন পর কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই কিশোরী। এ ঘটনায় কিশোরের বাবা নিরাপত্তার জন্য গত বুধবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রুবেল মিয়া বলেন, `কিশোরের বাড়িতে কিশোরী প্রেমিকার অবস্থান নিয়েছে বিষয়টা জেনেছি। বুধবার ছেলের বাবা এই বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। আমরা তো আগে তাদের উদ্ধার করে আদালতে দিয়েছি। এখন কি হলো তা পুলিশের দেখার বিষয় নয়। তা ছাড়া মেয়ের পরিবার আমাদের কাছে আসেনি। তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।'
কিশোরীর বাবার দায়ের করা অপহরণ মামলায় কারাগারে প্রেমিক। এ দিকে গত মঙ্গলবার থেকে সেই প্রেমিকের বাড়িতেই অবস্থান নিয়েছে কিশোরী। নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তারাপাশা গ্রামের এক কিশোরের (১৮) সঙ্গে একই এলাকার স্কুল পড়ুয়া কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ৬ আগস্ট পালিয়ে যায় তারা। এ দিকে খোঁজাখুঁজি করে না পেয়ে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে কিশোরীর পরিবার। পরে গত ২৩ আগস্ট কিশোরীর পরিবার কিশোর, তাঁর স্বজন ও বন্ধুদের অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
থানায় মামলার ২০ দিন পর কিশোর-কিশোরীকে উদ্ধার করে আদালতে নিয়ে যায়। আদালত কিশোরীর জবানবন্দি রেকর্ড করে তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেন আদালত। অন্যদিকে অভিযুক্ত কিশোরকে জেল হাজতে পাঠানো হয়।
কিন্তু এ ঘটনায় দুই দিন পর কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই কিশোরী। এ ঘটনায় কিশোরের বাবা নিরাপত্তার জন্য গত বুধবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রুবেল মিয়া বলেন, `কিশোরের বাড়িতে কিশোরী প্রেমিকার অবস্থান নিয়েছে বিষয়টা জেনেছি। বুধবার ছেলের বাবা এই বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। আমরা তো আগে তাদের উদ্ধার করে আদালতে দিয়েছি। এখন কি হলো তা পুলিশের দেখার বিষয় নয়। তা ছাড়া মেয়ের পরিবার আমাদের কাছে আসেনি। তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।'
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৪ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৫ ঘণ্টা আগে