Ajker Patrika

সিংড়ায় পুলিশ-আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ভাঙচুর, বিএনপির আহ্বায়কসহ আটক ৩

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭: ৫০
সিংড়ায় পুলিশ-আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ভাঙচুর, বিএনপির আহ্বায়কসহ আটক ৩

নাটোরের সিংড়ায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণের সময় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে সিংড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ জানুয়ারির ভোট বর্জনের দাবিতে বেলা ১১টার দিকে সিংড়া বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় বিএনপি কর্মীদের পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে প্রচারণা চালালে পুলিশ তাঁদের পথরোধ করে। তাতে বিএনপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের পিকআপ ভাঙচুর করেন।

এদিকে খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা সেখানে হাজির হয়। তাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ সেখান থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করে। আটক অন্য দুজন হলেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জার্জিস কাদির বাবু ও আসাদ আলী। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ভাঙচুর করা পেট্রলপাম্প।এ সময় একটি পেট্রলপাম্প ভাঙচুর করেছেন আওয়ামী লীগ কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনার অংশ হিসেবে পুলিশের ওপর হামলা করেছেন বিএনপি কর্মীরা। তাতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত