Ajker Patrika

অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে স্বামী কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ২১: ৩৪
অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে স্বামী কারাগারে

সিরাজগঞ্জের কাজীপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রোববার গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

গ্রেপ্তার হযরত আলী কাজীপুর উপজেলার হাজরাহাটি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তাঁর স্ত্রী ববিতা খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা। 

ববিতা খাতুনের বাবা বকুল শেখ বলেন, ‘প্রায় দুই বছর আগে হযরত আলীর সঙ্গে ববিতার বিয়ে হয়। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল রোববার ববিতাকে আমাদের বাড়িতে আনার জন্য ওর মা মেয়ে জামাতার বাড়ি যায়।’ 

বকুল শেখ আরও বলেন, ‘এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে হযরত আলী ও ববিতার মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে হযরত আলী ববিতার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসা শেষে উন্নত চকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

এ ঘটনায় ববিতা খাতুনের বাবা বকুল শেখ বাদী হয়ে স্বামী হযরত আলী, শাশুড়ি চাঁন ভানু ও ননদ বালিকা খাতুনকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেছেন। 

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, ‘সাত মাসের অন্তঃসত্ত্বা ববিতা খাতুন চিকিৎসার জন্য আসলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দগ্ধ হওয়া নারীর পুরো পেট পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

কাজীপুর আমলি আদালতের জিআরও মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে হযরত আলীকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি তাঁকে কারাগারে পাঠানো আদেশ দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গৃহবধূ ববিতার শরীরে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় হযরত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত