Ajker Patrika

আহত বন্ধুকে দেখতে গিয়ে যুবক নিহতের ঘটনার ২ জন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আহত বন্ধুকে দেখতে গিয়ে যুবক নিহতের ঘটনার ২ জন গ্রেপ্তার 

রাজশাহীর বাগমারা থানার মো. সোহাগ (২৬) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শিবলু রহমান (৩০)। আজ রোববার সকাল ১১টার দিকে ঝিকড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলো। 

গ্রেপ্তার শিবলু রহমান বাগমারার কুদাপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সোহাগের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। তিনি ঢাকায় থাকতেন। গত ২ ফেব্রুয়ারি সকালে সোহাগের বন্ধু বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মনাহার ইসলামকে (২৮) পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। রাজনৈতিক বিরোধ ও এলাকার একটি পুকুরকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। 

খবর পেয়ে সোহাগসহ তিনজন বন্ধু মনাহারকে ঢাকা থেকে দেখতে আসেন। এ সময় গ্রামে তাঁদের দেখে মনাহারের প্রতিপক্ষরাই তাঁদের ওপর হামলা করেন। তখন দুজন পালিয়ে বাঁচলেও সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে গ্রামের এক গলির ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

এ ঘটনায় নিহত সোহাগের চাচাতো ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে পরদিন বাগমারা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গত ৭ ফেব্রুয়ারি নওগাঁর আত্রাই উপজেলার দিঘা ব্রিজ বাজার এলাকা থেকে রহিদুল ইসলাম নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। রহিদুল মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে। 

বাগমারা থানার এসআই জানান, গ্রেপ্তারের পর দুপুরেই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত