Ajker Patrika

ঋণ পরিশোধ করেও খেলাপির অভিযোগে বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
ঋণ পরিশোধ করেও খেলাপির অভিযোগে বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের এক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থীর নাম আনোয়ার হোসেন নামে। তিনি উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং অফিসার মো. সেজারুদ্দিন এ সিদ্ধান্ত জানান। তবে, এই আদেশ প্রত্যাহার করে, মনোনয়নপত্র ফিরে পেতে সেজারুদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন। 

জানা গেছে, উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাত জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এ উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করলেও যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী ৫-১১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। 

মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে একজনকে সহযোগিতা করেছিলাম। গত ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রসিদ জমা দিয়েছি। তবুও ঋণ খেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি হতাশাজনক। নির্বাচন কর্মকর্তা বলছেন, টাকা পরিশোধের কোনো ডকুমেন্ট এখনো তাঁরা হাতে পাননি। আমার প্রতি অবিচার করা হয়েছে। মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। প্রয়োজনে আপিল করব। 
 
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেজারুদ্দিন বলেন, যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন একজন ঋণ খেলাপি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর টাকা পরিশোধের তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগে আমরা পাইনি। তবে, তাঁদের আপিলে বৈধতা থাকলে তাঁরা আবার মনোনয়নপত্র ফিরে পাওয়ার সুযোগ পাবেন। 

তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করার সুযোগ পাবেন। আপিলে বৈধতা থাকলে তিনি মনোনয়নপত্র ফিরে পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত