Ajker Patrika

ধর্ষণ ও হত্যা হুমকির বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ধর্ষণ ও হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন এক নারী ও তাঁর মেয়ে। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে ধর্ষণ ও হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন এক নারী ও তাঁর মেয়ে। ছবি: আজকের পত্রিকা

ধর্ষণ ও হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন রাজশাহীর এক নারী ও তাঁর মেয়ে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরোপয়েন্টে দাঁড়িয়ে ছিলেন জেলার তানোর উপজেলার নবনবী গ্রামের বাসিন্দা রোজিফা খাতুন ও তাঁর মেয়ে বকুল খাতুন। সঙ্গে ছিলেন বকুলের ফুপাতো বোন।

রোজিফা ও তাঁর মেয়ে বকুল মঙ্গলবার একটি ব্যানার নিয়ে সাহেববাজারে দাঁড়ান। ব্যানারে লেখা ছিল, ‘বাঁচতে চাই, নিরাপত্তা চাই, অন্যায়ের বিচার চাই, ধর্ষণের হুমকির বিচার চাই।’

তাঁদের অভিযোগ, আগের দিন সোমবার রাজশাহীর আদালত চত্বর থেকে বকুল খাতুনকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার চেষ্টা হয়। একই এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে এ অভিযোগ। জহিরের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে তাঁদের। এর জের ধরে সম্প্রতি তানোরে রোজিফার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

বকুল জানান, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ফেব্রুয়ারিতে তাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের করা হয়। বিষয়টি নিয়ে মামলা করা হলে পরের দিন জামিন পেয়ে যান জহিরুল ইসলাম জহির। জামিনের পর তিনি প্রতিনিয়ত হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছেন। হুমকি দেওয়ার অভিযোগে সম্প্রতি তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন জহিরের স্ত্রী তারিনা সুলতানা। এই মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

বকুলের অভিযোগ, এই মামলায় গতকাল আদালতে হাজির হলে আদালত চত্বর থেকে তাঁকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার চেষ্টা করেন জহির। এ সময় লোকজন এগিয়ে এলে কোনো রকমে রক্ষা পান তিনি। এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা মা ও মেয়ে। তাঁরা নিরাপত্তা চান।

রাজশাহীতে ধর্ষণ ও হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন এক নারী ও তাঁর মেয়ে। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে ধর্ষণ ও হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন এক নারী ও তাঁর মেয়ে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জহিরুল ইসলাম জহির অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের নামে কে মামলা করেছে আমি জানি না। আমি কোনো মামলা করিনি। আদালত প্রাঙ্গণ থেকে তুলে নেওয়ার চেষ্টাও করিনি। এগুলো সব মিথ্যা অভিযোগ। তারা আমাদের জমি দখল করছে।’

মা-মেয়েকে ধর্ষণ ও হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা তো আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে আমাকে জানাতে পারে। আমি থানায় অভিযোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত