রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগে সপ্তাহ ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। আজ রোববার বিকেলে বিভাগের সেমিনার কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল।
বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহ ব্যাপী এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে আন্তকক্ষ ক্রীড়া। ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে লুডু একক ও দ্বৈত, ক্যারাম একক ও দ্বৈত, তাস, উনোকার্ড, ঝুড়িতে বল নিক্ষেপ ও দাবা। প্রতিযোগিতার প্রথম দিনে ছেলে এবং মেয়েদের একক ও দ্বৈত লুডু, উনোকার্ড ও বল নিক্ষেপ, তাস খেলা অনুষ্ঠিত হবে।
ক্রীড়া প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, একক ও যৌথ নৃত্য এবং কবিতা আবৃত্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের ক্রীড়া উপদেষ্টা সহযোগী অধ্যাপক গৌতম দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের সাংস্কৃতিক উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানিয়া তাহমিনা সরকার। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এম. এ. বর্ষের শিক্ষার্থী হুমায়ন কবীর শান্ত।
উদ্বোধকের বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল বলেন, ‘আমরা মূলত শিক্ষার্থীদের জন্যই এই প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে শিক্ষার্থীরা যেমন সুন্দর একটা সময় পার করবেন তেমনি বিভাগের সব বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো পারস্পরিক সম্পর্ক তৈরি হবে।’ প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগে সপ্তাহ ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। আজ রোববার বিকেলে বিভাগের সেমিনার কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল।
বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহ ব্যাপী এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে আন্তকক্ষ ক্রীড়া। ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে লুডু একক ও দ্বৈত, ক্যারাম একক ও দ্বৈত, তাস, উনোকার্ড, ঝুড়িতে বল নিক্ষেপ ও দাবা। প্রতিযোগিতার প্রথম দিনে ছেলে এবং মেয়েদের একক ও দ্বৈত লুডু, উনোকার্ড ও বল নিক্ষেপ, তাস খেলা অনুষ্ঠিত হবে।
ক্রীড়া প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, একক ও যৌথ নৃত্য এবং কবিতা আবৃত্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের ক্রীড়া উপদেষ্টা সহযোগী অধ্যাপক গৌতম দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের সাংস্কৃতিক উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানিয়া তাহমিনা সরকার। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এম. এ. বর্ষের শিক্ষার্থী হুমায়ন কবীর শান্ত।
উদ্বোধকের বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল বলেন, ‘আমরা মূলত শিক্ষার্থীদের জন্যই এই প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে শিক্ষার্থীরা যেমন সুন্দর একটা সময় পার করবেন তেমনি বিভাগের সব বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো পারস্পরিক সম্পর্ক তৈরি হবে।’ প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
২৩ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে