Ajker Patrika

মা-বাবা হারানো শিশুটি মারা গেল কম্বাইন হারভেস্টারের চাপায়

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৩, ২০: ৫৭
মা-বাবা হারানো শিশুটি মারা গেল কম্বাইন হারভেস্টারের চাপায়

সিরাজগঞ্জের কাজীপুরে ধান কাটার সময় কম্বাইন হারভেস্টারের নিচে চাপা পড়ে বায়েজিদ মিয়া (১০) নামের এক এতিম শিশুর মৃত্যু হয়েছে। বায়েজিদ উপজেলার হাটশিরা গ্রামের মৃত ওসমান গনির ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হাটশিরা গ্রামে রঞ্জু মিয়ার জমিতে হারভেস্টার দিয়ে ধান কাটছিলেন মজনু মিয়া। এ সময় ধান কাটার দৃশ্য দেখতে শিশুরা ভিড় জমায় আশপাশে। ধান কাটতে কাটতে হারভেস্টার পেছনে নেওয়ার সময় বায়েজিদ চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কম্বাইন হারভেস্টারের চালক মজনু মিয়া বলেন, ‘ধান কাটার সময় বাচ্চারা দৌড়োদৌড়ি করছিল। আমি মেশিন পেছনে দেওয়ার পর দেখি মেশিনের নিচে একটা বাচ্চা পড়েছে। আমি ইচ্ছে করে এই এক্সিডেন্ট করি নাই।’

স্থানীয়রা বলছেন, বায়েজিদের বাবার অপমৃত্যু হয় বছরখানেক আগে। তার কিছুদিন পর মাকেও হারায় সে। আজ সে নিজেই পরপারে। এতিম শিশুটি গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। বিভিন্ন বাড়িতে খাওয়াদাওয়াও করত। 

মিলন মিয়া নামের স্থানীয় একজন বলেন, ‘ঘটনার দিন দুপুরেও বায়েজিদ আমার বাড়িতেই ছিল। সে আমার সঙ্গে গরুকে ঘাসও খাইয়েছে। এতিম হওয়ার পর ছেলেটাকে দেখলে খুব খারাপ লাগত। যখন যা চাইত দেওয়া চেষ্টা করতাম। গ্রামের সবাই তাকে আদর করত। আজ ছেলেটা চলে গেল সবাইকে কাঁদিয়ে।’ 

এ ব্যাপারে নিহত বায়েজিদ মিয়ার চাচা খলিলুর রহমান বলেন, ‘জমিতে গিয়ে দেখি আমার ভাতিজা ধানকাটা মেশিনের নিচে পড়ে আছে। নিচ থেকে বের করে দেখি মরে গেছে।’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে শিশুটির চাচা খলিলুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত