Ajker Patrika

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগনেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৬: ০০
গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগনেতা গ্রেপ্তার

নাটোরের লালপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার রাতে লালপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। পরে রাতে তাঁকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার রিপন আলী (৩৫) উপজেলার অর্জুনপুর–বরমহাটি (এবি) ইউনিয়নের ডহরশৈলা গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী পেশায় চা বিক্রেতা। গত ২৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে চায়ের দোকানে কাজ শেষ করে একা বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন যুবলীগ নেতা রিপন। পরে নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রিপন পালিয়ে যান। এর আগেও রিপন ওই নারীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, গতকাল রাতে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত