রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে যা যা করা যাবে না, আরএমপির নির্দেশনা

­নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬: ৪৬

আগামী ৩১ ডিসেম্বর (থার্টিফার্স্ট নাইট) রাজশাহীতে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান কিংবা বাড়ির ছাদে গান-বাজনা করা যাবে না। কোনোরকম বাদ্যযন্ত্র এবং ডিজেপার্টিও করা যাবে না। আতশবাজি, ফানুস ওড়ানো কিংবা পটকাও ফুটানো যাবে না। এসব ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ।

গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় শহরের বার ও মদের দোকানগুলোও বন্ধ রাখতে হবে। দেশি ও বিদেশি মদ, স্পিরিট, অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, রাস্তায় মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যে কোনো প্রকার হয়রানি বা ইভটিজিংকারী উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত