নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর মেহেরচণ্ডী এলাকায় পুকুর ভরাটের অপরাধে আরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
পুকুরটি নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মৌজায় অবস্থিত। এর আরএস খতিয়ান নম্বর ৪৮৮ এবং দাগ নম্বর ২৪৭৮। প্রায় ১ দশমিক ৫৩ একর আয়তনের বিশাল পুকুরটি গত ২৫ মার্চ থেকে ভরাট করা হচ্ছে। যাঁরা পুকুরটি ভরাট করছেন, তাঁরা বলছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) কয়েক ব্যক্তি এই পুকুরের মালিক। তবে ওই ডিসি-এসপি কোন জেলায় কর্মরত তা তাঁরা বলছেন না। কয়েক দিন ধরে পুকুর ভরাট চললেও পুলিশ কোনো ব্যবস্থাও নিচ্ছিল না।
এ নিয়ে গতকাল সোমবার আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তবে গতকাল সোমবার রাতে আবার ট্রাকের পর ট্রাক বালু এনে পুকুরটি ভরাট শুরু করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযানে যান।
এ সময় পুকুর ভরাটের কাজে নিয়োজিত আরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ঙ) ধারা অমান্য করার অপরাধে একই আইনের ১৫ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পুকুরটি ভরাটের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে জরিমানা করা হয়েছে। অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরে আবারও পুকুর ভরাট শুরু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রাজশাহীর মেহেরচণ্ডী এলাকায় পুকুর ভরাটের অপরাধে আরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
পুকুরটি নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মৌজায় অবস্থিত। এর আরএস খতিয়ান নম্বর ৪৮৮ এবং দাগ নম্বর ২৪৭৮। প্রায় ১ দশমিক ৫৩ একর আয়তনের বিশাল পুকুরটি গত ২৫ মার্চ থেকে ভরাট করা হচ্ছে। যাঁরা পুকুরটি ভরাট করছেন, তাঁরা বলছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) কয়েক ব্যক্তি এই পুকুরের মালিক। তবে ওই ডিসি-এসপি কোন জেলায় কর্মরত তা তাঁরা বলছেন না। কয়েক দিন ধরে পুকুর ভরাট চললেও পুলিশ কোনো ব্যবস্থাও নিচ্ছিল না।
এ নিয়ে গতকাল সোমবার আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তবে গতকাল সোমবার রাতে আবার ট্রাকের পর ট্রাক বালু এনে পুকুরটি ভরাট শুরু করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযানে যান।
এ সময় পুকুর ভরাটের কাজে নিয়োজিত আরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ঙ) ধারা অমান্য করার অপরাধে একই আইনের ১৫ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পুকুরটি ভরাটের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে জরিমানা করা হয়েছে। অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরে আবারও পুকুর ভরাট শুরু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
১০ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
২৫ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
২৮ মিনিট আগে