নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ‘সমকালীন রাজনীতি: আমাদের করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী না হওয়ারও কোনো কারণ নেই। আওয়ামী লীগ বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, রাজশাহীর উন্নয়নও অব্যাহত থাকবে।
সভায় গত ২১ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় মেয়র নির্বাচিত করায় আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন লিটন।
মেয়র লিটন বলেন, ১৯৭৫ সালের পর প্রথমবার ক্ষমতায় এসে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিশ্বনেতারাও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করেন।
মেয়র বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে খুন, নির্যাতন, অত্যাচার, জঙ্গিবাদের উত্থানসহ অসংখ্য ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিএনপি কখনো বলেনি যে তারা ক্ষমতায় আসলে এসব কিছু করবে না। কারণ, তারা সত্যিকারের অর্থে এসবের সঙ্গে জড়িত ছিল। বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না।
খায়রুজ্জামান লিটন বলেন, লন্ডন থেকে তারেক জিয়া বার্তা পাঠাবে, আর তার কথামতো বাংলাদেশে বিএনপি সরকার গঠন হবে, এটি কোনো রাজনীতি না। মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসবে, এরপর লুণ্ঠন করবে, তাদের সেই সুযোগ কখনো দেওয়া হবে না। বিএনপি কখনো বাংলাদেশের ভালো চায় না। তারা মানুষের কল্যাণ চায় না। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা দল বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, তবিবুর রহমান শেখ প্রমুখ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ‘সমকালীন রাজনীতি: আমাদের করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী না হওয়ারও কোনো কারণ নেই। আওয়ামী লীগ বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, রাজশাহীর উন্নয়নও অব্যাহত থাকবে।
সভায় গত ২১ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় মেয়র নির্বাচিত করায় আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন লিটন।
মেয়র লিটন বলেন, ১৯৭৫ সালের পর প্রথমবার ক্ষমতায় এসে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিশ্বনেতারাও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করেন।
মেয়র বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে খুন, নির্যাতন, অত্যাচার, জঙ্গিবাদের উত্থানসহ অসংখ্য ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিএনপি কখনো বলেনি যে তারা ক্ষমতায় আসলে এসব কিছু করবে না। কারণ, তারা সত্যিকারের অর্থে এসবের সঙ্গে জড়িত ছিল। বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না।
খায়রুজ্জামান লিটন বলেন, লন্ডন থেকে তারেক জিয়া বার্তা পাঠাবে, আর তার কথামতো বাংলাদেশে বিএনপি সরকার গঠন হবে, এটি কোনো রাজনীতি না। মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসবে, এরপর লুণ্ঠন করবে, তাদের সেই সুযোগ কখনো দেওয়া হবে না। বিএনপি কখনো বাংলাদেশের ভালো চায় না। তারা মানুষের কল্যাণ চায় না। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা দল বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, তবিবুর রহমান শেখ প্রমুখ।
মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল
৫ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
২৪ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
১ ঘণ্টা আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে