প্রতিনিধি
রাজশাহী: চালুর প্রথম দিন রাজশাহী থেকে ৬ হাজার ৩৪৩ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়েছে ৯২৫ কেজি। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন এই ট্রেন আম ও অন্যান্য ফল–ফসল নিয়ে ঢাকা যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জেও এই ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এরপর আম নিয়ে ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, এখান থেকে ২ হাজার ৪১৯ কেজি আম তোলা হয়েছে। রাজশাহীর চারঘাটের সারদা স্টেশনের স্টেশন মাস্টার হিমেল হোসেন জানান, এখানে আম তোলা হয়েছে ১ হাজার ৩১১ কেজি। আর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের স্টেশন মাস্টার সদরুল ইসলাম জানান, এখান থেকে আম উঠেছে ২ হাজার ৬১৩ কেজি।
ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে রাজশাহী থেকে কেজিপ্রতি মাত্র ১ টাকা ১৭ পয়সা খরচে আম ঢাকায় পাঠানো যাবে। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। এই ট্রেনে কোনো যাত্রী পরিবহন করা হবে না। গত বছর প্রথমবারের মতো এই ট্রেন চালু করা হয়েছিল। চাষি ও ব্যবসায়ীদের মাঝে সাড়া পাওয়ায় এবারও ট্রেনটি চালু করছে সরকার। প্রতিদিন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুর ২টায় যাত্রা শুরু করবে। রাজশাহী থেকে ছাড়বে ৫টা ৫০ মিনিটে। রাত ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
রাজশাহী: চালুর প্রথম দিন রাজশাহী থেকে ৬ হাজার ৩৪৩ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়েছে ৯২৫ কেজি। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন এই ট্রেন আম ও অন্যান্য ফল–ফসল নিয়ে ঢাকা যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জেও এই ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এরপর আম নিয়ে ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, এখান থেকে ২ হাজার ৪১৯ কেজি আম তোলা হয়েছে। রাজশাহীর চারঘাটের সারদা স্টেশনের স্টেশন মাস্টার হিমেল হোসেন জানান, এখানে আম তোলা হয়েছে ১ হাজার ৩১১ কেজি। আর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের স্টেশন মাস্টার সদরুল ইসলাম জানান, এখান থেকে আম উঠেছে ২ হাজার ৬১৩ কেজি।
ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে রাজশাহী থেকে কেজিপ্রতি মাত্র ১ টাকা ১৭ পয়সা খরচে আম ঢাকায় পাঠানো যাবে। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। এই ট্রেনে কোনো যাত্রী পরিবহন করা হবে না। গত বছর প্রথমবারের মতো এই ট্রেন চালু করা হয়েছিল। চাষি ও ব্যবসায়ীদের মাঝে সাড়া পাওয়ায় এবারও ট্রেনটি চালু করছে সরকার। প্রতিদিন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুর ২টায় যাত্রা শুরু করবে। রাজশাহী থেকে ছাড়বে ৫টা ৫০ মিনিটে। রাত ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৭ মিনিট আগেরাজশাহী নগর মহিলা দলের নেত্রীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন সড়কের ওপর। তখন কিছুটা দূরে পরপর দুটি ককটেল ফোটে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাশের একটি সেলুনে ঢুকে পড়েন।
১৭ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযোগ রয়েছে, উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে ছোট ছোট অবৈধ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে অনেক স্থানেই কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ হয়েছে।
৩৭ মিনিট আগেমুনিরা মুনমুন আবৃত্তিশিল্পী। সপ্তাহখানেক আগের এক সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি লেকের পাশে তিনি শিকার হয়েছেন এক চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার। কিছুতেই ভুলতে পারছেন না বিষয়টি। মুনিরা ও তাঁর এক বান্ধবী রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন।
৩৭ মিনিট আগে