বগুড়া প্রতিনিধি
বগুড়ায় আশিক সরকার (৩৫) নামের এক ব্যবসায়ীর কবজি ও গোড়ালি কেটে নেওয়ার মামলায় কৃষক লীগ নেতা আলম শেখকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আলম শেখ বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং এরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তিনি বানদীঘি ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে আশিক সরকারের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে বাঁ হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি কেটে নেয় দুর্বৃত্তরা। আশিক সরকার বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার সন্ধ্যায় আশিকের বড় ভাই লালন সরকার বাদী হয়ে ইউপি সদস্য আলম শেখ, তাঁর ছেলে শরিফসহ ছয়জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, জমি নিয়ে সালিসকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আলম মেম্বার ও তাঁর ছেলে আশিকের হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও এরুলিয়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আলম শেখকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। তিনি আরও বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বগুড়ায় আশিক সরকার (৩৫) নামের এক ব্যবসায়ীর কবজি ও গোড়ালি কেটে নেওয়ার মামলায় কৃষক লীগ নেতা আলম শেখকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আলম শেখ বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং এরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তিনি বানদীঘি ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে আশিক সরকারের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে বাঁ হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি কেটে নেয় দুর্বৃত্তরা। আশিক সরকার বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার সন্ধ্যায় আশিকের বড় ভাই লালন সরকার বাদী হয়ে ইউপি সদস্য আলম শেখ, তাঁর ছেলে শরিফসহ ছয়জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, জমি নিয়ে সালিসকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আলম মেম্বার ও তাঁর ছেলে আশিকের হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও এরুলিয়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আলম শেখকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। তিনি আরও বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রামে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে।
১ ঘণ্টা আগেরাজধানীর মুগদা এলাকায় কাভার্ডভ্যান ধাক্কায় সোলেমান মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দিই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদনগর চানকির টেক এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেদেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনীর সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে
৩ ঘণ্টা আগে