রাজশাহীতে নকল প্রসাধনী তৈরির সময় গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫: ৪৬
Thumbnail image

রাজশাহী মহানগরীতে নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির সময় মুনসুর আমিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় মুনসুরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

মুনসুর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা। 

আজ রোববার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পুলিশ জানায়, বাড়িতে বসে নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি করছিলেন মুনসুর। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে আলামত হিসেবে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নকল প্রসাধনী তৈরির নানা সামগ্রী জব্দ করা হয়। 

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে মুনসুর জানিয়েছেন তিনি বিভিন্ন নামীদামি কোম্পানির স্টিকার, মোড়ক ও নকল প্রসাধনী তৈরির সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকেন। এরপর সেগুলো দিয়ে নকল প্রসাধনী তৈরি করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত