Ajker Patrika

বগুড়ায় সালিসে গিয়ে হামলায় আ.লীগ ও যুবলীগ নেতাসহ আহত ৫

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সালিসে গিয়ে হামলায় আ.লীগ ও যুবলীগ নেতাসহ আহত ৫

বগুড়ায় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সালিসে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ একই পরিবারের ৫ জন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের হামলার এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, তার বাবা ইদ্রিস আলী মৃধা, অরুণের মেজো ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওছার, ছোটভাই মোহাম্মদ আলী ও অরুণের ছেলে শাওন মৃধা। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাপলে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড় আজকের পত্রিকাকে বলেন, মৃধাপাড়ার শাহীন মৃধার সঙ্গে তার প্রতিবেশী আবুল কালামের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শাহীন বিষয়টি নিষ্পত্তির জন্য কাউন্সিলর অফিসে অভিযোগ করেন। একারণে উভয়পক্ষকে শনিবার সকালে ডাকা হয়েছিল। বৈঠক চলাকালে উভয়পক্ষ হট্টগোল শুরু করলে তাদের জানিয়ে দেওয়া হয় এভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ কারণে তারা কার্যালয় থেকে বের হয়ে যান। 

কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কুপিয়ে ও ছুরিকাঘাতে ৫ জন আহত হন। হামলার শিকার ৫ জনই বিবাদী আবুল কালামের পক্ষের লোক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কাউছারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে। ইতিমধ্যে হামলার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত