বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সালিসে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ একই পরিবারের ৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, তার বাবা ইদ্রিস আলী মৃধা, অরুণের মেজো ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওছার, ছোটভাই মোহাম্মদ আলী ও অরুণের ছেলে শাওন মৃধা। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাপলে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড় আজকের পত্রিকাকে বলেন, মৃধাপাড়ার শাহীন মৃধার সঙ্গে তার প্রতিবেশী আবুল কালামের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শাহীন বিষয়টি নিষ্পত্তির জন্য কাউন্সিলর অফিসে অভিযোগ করেন। একারণে উভয়পক্ষকে শনিবার সকালে ডাকা হয়েছিল। বৈঠক চলাকালে উভয়পক্ষ হট্টগোল শুরু করলে তাদের জানিয়ে দেওয়া হয় এভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ কারণে তারা কার্যালয় থেকে বের হয়ে যান।
কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কুপিয়ে ও ছুরিকাঘাতে ৫ জন আহত হন। হামলার শিকার ৫ জনই বিবাদী আবুল কালামের পক্ষের লোক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কাউছারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে। ইতিমধ্যে হামলার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বগুড়ায় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সালিসে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ একই পরিবারের ৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, তার বাবা ইদ্রিস আলী মৃধা, অরুণের মেজো ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওছার, ছোটভাই মোহাম্মদ আলী ও অরুণের ছেলে শাওন মৃধা। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাপলে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড় আজকের পত্রিকাকে বলেন, মৃধাপাড়ার শাহীন মৃধার সঙ্গে তার প্রতিবেশী আবুল কালামের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শাহীন বিষয়টি নিষ্পত্তির জন্য কাউন্সিলর অফিসে অভিযোগ করেন। একারণে উভয়পক্ষকে শনিবার সকালে ডাকা হয়েছিল। বৈঠক চলাকালে উভয়পক্ষ হট্টগোল শুরু করলে তাদের জানিয়ে দেওয়া হয় এভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ কারণে তারা কার্যালয় থেকে বের হয়ে যান।
কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কুপিয়ে ও ছুরিকাঘাতে ৫ জন আহত হন। হামলার শিকার ৫ জনই বিবাদী আবুল কালামের পক্ষের লোক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কাউছারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে। ইতিমধ্যে হামলার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১৩ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৯ মিনিট আগে