Ajker Patrika

শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অপরাধে পুত্রবধূর যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অপরাধে পুত্রবধূর যাবজ্জীবন 

সিরাজগঞ্জের সলঙ্গায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অপরাধে পুত্রবধূ নজিরন বেগমকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডিত নজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী ও গুদারচর গ্রামের শাকের প্রামানিকের মেয়ে।

মামলার বিবরন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের সঙ্গে পাশের গ্রামের নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে নজিরন বেগমের সঙ্গে শাশুড়ী আমেনা বেগমের বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর তাঁদের ঝগড়া বাঁধে। ওই দিন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নজিরন বেগম শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেস। এ ঘটনায় নজিরন বেগমের স্বামী শাহ আলমের ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত নজিরন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত