Ajker Patrika

 ‘র‍্যাগিংয়ে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা’

রাবি প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৩৯
 ‘র‍্যাগিংয়ে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং ও যৌন হয়রানিবিরোধী শোভাযাত্রা বের করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন ছাত্রলীগেরা নেতা-কর্মীরা।

সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আমরা এই আয়োজন করেছি। আজকের পদযাত্রার মাধ্যমে ছাত্রলীগের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা একটা মেসেজ দিতে চেষ্টা করেছি। কেউ যাতে এসব কাজের সঙ্গে জড়িত না থাকে।’

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, যেখানে র‍্যাগিং বা যৌন হয়রানি হবে, সেখানেই প্রতিবাদ হবে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী যদি এগুলোর সঙ্গে জড়িত থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সচেতনতা বৃদ্ধি এবং কোনো অনৈতিক কাজের সঙ্গে ছাত্রলীগ যেন জড়িত না থাকে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করতে আজকের আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত