বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে বাড়ি দখল করতে ভাঙচুর করে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৯ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কালিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। এরপর ওই দিন রাতেই ভুক্তভোগী আবু তাহের (৫৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ২০ জনের নাম উল্লেখ করে মোট ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হারেক আলী, পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামিউল ইসলাম তায়েব, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানসহ ৪০ জন। তাঁদের মধ্যে আবু রায়হান ও রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার কালিপাড়া এলাকায় বসতবাড়ি সংলগ্ন ৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আবু তাহেরের সঙ্গে তাঁর প্রতিবেশী আমিরুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। বিবাদমান ওই জায়গায় গতকাল শনিবার আমিরুল ইসলাম প্রাচীর নির্মাণ করতে যান। আবু তাহের তাদের বাধা প্রদান করলে আমিরুল ইসলামের পক্ষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কিছু নেতা-কর্মী সেখানে হামলা চালান। এ সময় তাহেরের বাড়ি ভাঙচুর ছাড়াও লুটপাট চালানো হয়। লুটপাটে বাধা দিতে গেলে তাহের এবং তাঁর ছেলে, জামাতা ও পুত্রবধূকে মারধর করা হয়।
পরে অভিযুক্তরা ভাঙচুরকৃত বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনে। আহতরা ৯৯৯ ফোন করলে থানা-পুলিশ ও শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর আলম ঘটনাস্থলে যান। পুলিশ আহত ওই চারজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আমিরুল ইসলাম বলেন, ‘ওই জায়গা আমাদের ক্রয়কৃত সম্পত্তি। কিন্তু আবু তাহের ওরফে তায়েব আলী জোরপূর্বক তা দখল করেছে। সেটি উদ্ধার করতে গেলে আমাদের ফাঁসানোর উদ্দেশে তার খড়ের পালায় নিজেই আগুন ধরিয়ে দিয়েছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ সেখানে অভিযান চালিয়ে রায়হান ও রাকিব নামের দুজনকে আটক করে। পরে আবু তাহেরের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
বগুড়ার শিবগঞ্জে বাড়ি দখল করতে ভাঙচুর করে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৯ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কালিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। এরপর ওই দিন রাতেই ভুক্তভোগী আবু তাহের (৫৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ২০ জনের নাম উল্লেখ করে মোট ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হারেক আলী, পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামিউল ইসলাম তায়েব, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানসহ ৪০ জন। তাঁদের মধ্যে আবু রায়হান ও রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার কালিপাড়া এলাকায় বসতবাড়ি সংলগ্ন ৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আবু তাহেরের সঙ্গে তাঁর প্রতিবেশী আমিরুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। বিবাদমান ওই জায়গায় গতকাল শনিবার আমিরুল ইসলাম প্রাচীর নির্মাণ করতে যান। আবু তাহের তাদের বাধা প্রদান করলে আমিরুল ইসলামের পক্ষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কিছু নেতা-কর্মী সেখানে হামলা চালান। এ সময় তাহেরের বাড়ি ভাঙচুর ছাড়াও লুটপাট চালানো হয়। লুটপাটে বাধা দিতে গেলে তাহের এবং তাঁর ছেলে, জামাতা ও পুত্রবধূকে মারধর করা হয়।
পরে অভিযুক্তরা ভাঙচুরকৃত বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনে। আহতরা ৯৯৯ ফোন করলে থানা-পুলিশ ও শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর আলম ঘটনাস্থলে যান। পুলিশ আহত ওই চারজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আমিরুল ইসলাম বলেন, ‘ওই জায়গা আমাদের ক্রয়কৃত সম্পত্তি। কিন্তু আবু তাহের ওরফে তায়েব আলী জোরপূর্বক তা দখল করেছে। সেটি উদ্ধার করতে গেলে আমাদের ফাঁসানোর উদ্দেশে তার খড়ের পালায় নিজেই আগুন ধরিয়ে দিয়েছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ সেখানে অভিযান চালিয়ে রায়হান ও রাকিব নামের দুজনকে আটক করে। পরে আবু তাহেরের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে