সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৩২
Thumbnail image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে এই ঘটনা ঘটে। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের মো. আশরাফ আলী (৪০), রুহুল আমিন (২৮)। 

ইউএনও বলেন, বিকেলে আশরাফ ও রুহুল আমিন নাগরৌহা গ্রামে ফসলের মাঠে কাজ করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা হয়। একপর্যায়ে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত