বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমকে তাঁর ছেলের দুই বন্ধুর খুন করেছে। খুনের অভিযোগে দুজনকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আটক দুই যুবক হলেন শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মধ্যপাড়ার মুন্না মিয়া (২২) ও পশ্চিম পাড়ার বাসিন্দা খালেদ হাসান (২২)। তারা নিহত ইউপি সদস্য নারগিছের ছেলে আজিজুলের বন্ধু। মাদকাসক্ত হওয়ায় আজিজুল বর্তমানে একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ বলেন, গতকাল রোববার বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য নারগিছ আরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পুলিশ অনুসন্ধান শুরু করে। নারগিছ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার উপশহরে মেয়ের বাসা থেকে রায়নগর মধ্যপাড়ার নিজ বাড়িতে যান। এরপর বিকেলে তার লাশ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, খালেদ ও মুন্নাকে ওই বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে খালেদকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকা থেকে মুন্নাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুপুর ১২টার দিকে মুন্না বাড়ির ভেতরে ঢোকে এবং বাইরে পাহারায় থাকে খালেদ। মুন্না ভেতরে গিয়ে ধারালো ছুরি দিয়ে নারগিছের গলায়, পিঠে ও মাথায় কুপিয়ে বেরিয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ লাশটি বাড়িতেই পড়ে ছিলো।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিহতের ছেলে আজিজুলের সঙ্গে আটক হওয়া দুজন মাদক সেবন করত। আজিজুলের সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই তার মাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই জন এমনই তথ্য দিয়েছে পুলিশকে। তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। আজ সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দাফনের পর নিহতের মেয়ে ডা. তানিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করবেন বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বগুড়ার শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমকে তাঁর ছেলের দুই বন্ধুর খুন করেছে। খুনের অভিযোগে দুজনকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আটক দুই যুবক হলেন শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মধ্যপাড়ার মুন্না মিয়া (২২) ও পশ্চিম পাড়ার বাসিন্দা খালেদ হাসান (২২)। তারা নিহত ইউপি সদস্য নারগিছের ছেলে আজিজুলের বন্ধু। মাদকাসক্ত হওয়ায় আজিজুল বর্তমানে একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ বলেন, গতকাল রোববার বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য নারগিছ আরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পুলিশ অনুসন্ধান শুরু করে। নারগিছ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার উপশহরে মেয়ের বাসা থেকে রায়নগর মধ্যপাড়ার নিজ বাড়িতে যান। এরপর বিকেলে তার লাশ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, খালেদ ও মুন্নাকে ওই বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে খালেদকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকা থেকে মুন্নাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুপুর ১২টার দিকে মুন্না বাড়ির ভেতরে ঢোকে এবং বাইরে পাহারায় থাকে খালেদ। মুন্না ভেতরে গিয়ে ধারালো ছুরি দিয়ে নারগিছের গলায়, পিঠে ও মাথায় কুপিয়ে বেরিয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ লাশটি বাড়িতেই পড়ে ছিলো।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিহতের ছেলে আজিজুলের সঙ্গে আটক হওয়া দুজন মাদক সেবন করত। আজিজুলের সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই তার মাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই জন এমনই তথ্য দিয়েছে পুলিশকে। তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। আজ সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দাফনের পর নিহতের মেয়ে ডা. তানিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করবেন বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাঁকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
৪ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসাশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গতকাল শুক্রবার পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তবে এর আগেই ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতবরেরা গ্রাম্য সালিসের আয়োজন করে।
১৮ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে