বগুড়া প্রতিনিধি
দুই যুগের আগে বগুড়ায় চায়না খাতুন নামে এক নারীকে হত্যার মামলায় সাবেক স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক হাবিবা মণ্ডল রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাছিমুল করিম হলি জানান।
কারাদণ্ডের সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার পালাশন গ্রামের গোলাপ হোসেন, জিল্লুর রহমান ও খারতাপাড়ার ফরহাদ মণ্ডল। এদের মধ্যে গোলাপ চায়নার সাবেক স্বামী।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালে সালের ৩০ মার্চ রাতে শেরপুরের পালাশন গ্রামে চায়নার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার লাশ ওই গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংকে গুম করা হয়। সপ্তাহ দুয়েক পর গ্রামবাসী চায়নার লাশ পায়। পরে নিহতের ভাই বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেন।
চায়নার সঙ্গে গোলাপের বিয়ে হয় ১৯৯৪ সালে। বিয়ের এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপরেও চায়নার সঙ্গে গোলাপের যোগাযোগ ছিল। কিন্তু পরে তাকে হত্যার পরিকল্পনা করে গোলাপ। পরিকল্পনা অনুযায়ী, চায়নাকে ডেকে নেন। পরে জিল্লুর ও ফরহাদের সহযোগিতায় তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করেন। এই মামলার আরেক আসামি গোলাপের বাবা জহুরুল হক মারা গেছেন।
দুই যুগের আগে বগুড়ায় চায়না খাতুন নামে এক নারীকে হত্যার মামলায় সাবেক স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক হাবিবা মণ্ডল রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাছিমুল করিম হলি জানান।
কারাদণ্ডের সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার পালাশন গ্রামের গোলাপ হোসেন, জিল্লুর রহমান ও খারতাপাড়ার ফরহাদ মণ্ডল। এদের মধ্যে গোলাপ চায়নার সাবেক স্বামী।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালে সালের ৩০ মার্চ রাতে শেরপুরের পালাশন গ্রামে চায়নার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার লাশ ওই গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংকে গুম করা হয়। সপ্তাহ দুয়েক পর গ্রামবাসী চায়নার লাশ পায়। পরে নিহতের ভাই বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেন।
চায়নার সঙ্গে গোলাপের বিয়ে হয় ১৯৯৪ সালে। বিয়ের এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপরেও চায়নার সঙ্গে গোলাপের যোগাযোগ ছিল। কিন্তু পরে তাকে হত্যার পরিকল্পনা করে গোলাপ। পরিকল্পনা অনুযায়ী, চায়নাকে ডেকে নেন। পরে জিল্লুর ও ফরহাদের সহযোগিতায় তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করেন। এই মামলার আরেক আসামি গোলাপের বাবা জহুরুল হক মারা গেছেন।
জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১৫ মিনিট আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৩০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩৯ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
১ ঘণ্টা আগে