কিশোরে ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি স্মার্টফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১৯: ৪৭

নাটোরের লালপুরে এক কিশোরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোরের পরিবারের দাবি স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কিশোরের নাম মঈন আলী (১৩)। সে ওই গ্রামের মামুন আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, স্মার্ট ফোন কেনার জন্য বেশ কিছুদিন ধরেই জেদ করছিল মঈন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় মোবাইল কিনে দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত