ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২২, ১৬: ৩৪
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৯: ৩০

নাটোরের লালপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাগড়াগাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। 

হযরত আলী বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও দাসগ্রামের মৃত মারফত আলীর ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সকালে অধ্যক্ষ মো. হযরত আলী মাদ্রাসার সপ্তম শ্রেণির দুজন ছাত্রীকে কাগজপত্র সংশোধনের জন্য মাদ্রাসায় ডেকে নেন। তাদেরকে নিজ অফিস কক্ষে ডেকে একজনকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠান। এ সময় দরজা বন্ধ করে অপরজনকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় ওই ছাত্রীর চিৎকারে তিনজন ছেলে জানালা দিয়ে দেখে ফেলায় ছেড়ে দেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন। 

র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার হাগড়াগাড়ি গ্রামে অভিযান চালিয়ে পলাতক অধ্যক্ষ মো. হযরত আলীকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া হযরত আলী ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত