যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩৫
Thumbnail image

বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন মহল। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী বাঁধের ওপর ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী, সহড়াবাড়ী, শিমুলবাড়ী, বানিয়াজান, কৈয়াগাড়ী, রাধানগর ও বথুয়ারভিটা এলাকার সচেতন মানুষ মানববন্ধনের আয়োজন করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক আব্দুল হান্নান, সাইফুল ইসলাম, নান্নু মণ্ডল, রুবেল হোসেন, ভেটু তালুকদার, কামরুল হাসান, জনাব আলী, মোহাম্মাদ আলী, তোতা মিয়া, রফিকুল ইসলাম, আনিছুর রহমান, দুলাল হোসেন ও আব্দুল খালেক। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অসময়ে নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে। সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে। 

বক্তারা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশাসন বালু উত্তোলন বন্ধ না করলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত