বগুড়া প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হামিদুল আলম নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লিখেন–‘বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে যে গুজব ছড়ানো হচ্ছে, তাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। কেউ বিভ্রান্ত হবেন না, সবাইকে ধন্যবাদ।’
এর আগে আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, হামিদুল আলম বিপিএম পিপিএম অতিরিক্ত কমিশনার বরিশাল মহানগর পুলিশ, বরিশালকে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু হামিদুল আলমকে সরকারি চাকরি আইন ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৩৯ (১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমের স্ত্রী শাজাহাদী আলম লিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে স্বতন্ত্র প্রার্থী। তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পায় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এ ঘটনায় গতকাল বুধবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। সেই অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেলে তিনি নির্বাচনী আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।
এ সময় সাময়িক বরখাস্তের বিষয়ে ডিআইজি হামিদুল আলম সাংবাদিকদের বলেন ‘এ বিষয়ে আমার জানা নাই।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হামিদুল আলম নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লিখেন–‘বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে যে গুজব ছড়ানো হচ্ছে, তাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। কেউ বিভ্রান্ত হবেন না, সবাইকে ধন্যবাদ।’
এর আগে আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, হামিদুল আলম বিপিএম পিপিএম অতিরিক্ত কমিশনার বরিশাল মহানগর পুলিশ, বরিশালকে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু হামিদুল আলমকে সরকারি চাকরি আইন ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৩৯ (১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমের স্ত্রী শাজাহাদী আলম লিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে স্বতন্ত্র প্রার্থী। তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পায় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এ ঘটনায় গতকাল বুধবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। সেই অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেলে তিনি নির্বাচনী আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।
এ সময় সাময়িক বরখাস্তের বিষয়ে ডিআইজি হামিদুল আলম সাংবাদিকদের বলেন ‘এ বিষয়ে আমার জানা নাই।’
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে