নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের বারান্দা থেকে পড়ে আহত এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় সহপাঠীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালাচ্ছেন। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর পর উত্তেজিত হয়ে ওঠেন তাঁর সহপাঠীরা। মৃত্যুর পর হাসপাতালে অবস্থান নিয়েছেন কয়েক শ শিক্ষার্থী। এ সময় তাঁরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান।
এর আগে রাত ৮টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের ৩ নম্বর ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে আহত হন ওই শিক্ষার্থী।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, ৮ নম্বর ওয়ার্ডে নেওয়ার পর অব্যবস্থাপনায় চিকিৎসা হয়নি শাহরিয়ারের। যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের নাম প্রকাশ করে এখনই শাস্তি দিতে হবে। এ নিয়ে শিক্ষার্থীরা হাসপাতালে অনশন করছেন।
হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল বলেন, ‘আজ রাত ৮টার দিকে অনেক জোরে শব্দ হলে এসে দেখি একজন ওপর থেকে পড়ে গেছে। এরপর আরও কয়েকজন মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের বারান্দা থেকে পড়ে আহত এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় সহপাঠীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালাচ্ছেন। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর পর উত্তেজিত হয়ে ওঠেন তাঁর সহপাঠীরা। মৃত্যুর পর হাসপাতালে অবস্থান নিয়েছেন কয়েক শ শিক্ষার্থী। এ সময় তাঁরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান।
এর আগে রাত ৮টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের ৩ নম্বর ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে আহত হন ওই শিক্ষার্থী।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, ৮ নম্বর ওয়ার্ডে নেওয়ার পর অব্যবস্থাপনায় চিকিৎসা হয়নি শাহরিয়ারের। যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের নাম প্রকাশ করে এখনই শাস্তি দিতে হবে। এ নিয়ে শিক্ষার্থীরা হাসপাতালে অনশন করছেন।
হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল বলেন, ‘আজ রাত ৮টার দিকে অনেক জোরে শব্দ হলে এসে দেখি একজন ওপর থেকে পড়ে গেছে। এরপর আরও কয়েকজন মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৩০ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক ঝালকাঠি-বরিশাল মহাসড়কে চেকপোস্টের নামে যাত্রী-চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে বেলা ৩টা থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
৩৩ মিনিট আগেযশোরের শার্শা উপজেলায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে