রিমন রহমান, রাজশাহী
পানিপিয়া ইয়ুথ ক্যাম্পের প্লাটুন কমান্ডার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন ফজলুল হক। এ বিষয়ে ক্যাম্পের প্রশাসক ক্যাপ্টেন আর কে শর্মা এবং ইনচার্জ মো. মুহসীন স্বাক্ষরিত তাঁর সনদপত্র রয়েছে। স্বাধীনতার পর মিলিশিয়া ক্যাম্পে যোগ দিয়ে জেনারেল আতাউল গনি ওসমানীর সই করা সনদপত্রও পেয়েছেন। ক্যাম্পে অস্ত্র জমা দেওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায়ও নাম রয়েছে তাঁর। কিন্তু এখনো মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পাননি তিনি।
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ আমবাগান মহল্লায় রেললাইনের পাশে ছোট এক বাড়িতে বাস করেন ফজলুল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে আবাসিক হল বন্ধ হয়ে গেলে তিনি চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরের বাড়ি ফিরে যান। এরপর যুদ্ধে অংশ নিতে সীমান্ত পেরিয়ে যান ভারতে। বিশ্ববিদ্যালয়ে মিলিটারি সায়েন্স অ্যান্ড হিস্ট্রি পড়ার জ্ঞান কাজে লাগিয়ে অনেক যুবককে তিনি প্রশিক্ষণ দেন। তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, কিন্তু স্বীকৃতি পাননি তিনি। আদৌ স্বীকৃতি পাবেন কি না, তা জানেন না ৭৪ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।
সম্প্রতি আলাপকালে ফজলুল জানান, তিনি ১৯৭৫ সালে অগ্রণী ব্যাংকে যোগ দেন এবং ২০০৩ সালে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে অবসর নেন। তিনি বলেন, ১৯৮৯ সালের দিকে প্রথম যখন মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা শুরু হয়, তখন তিনি জানতেই পারেননি। দ্বিতীয় দফায় তিনি আবেদন করেন কিন্তু তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। পরে চট্টগ্রামে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে আর এগোতে পারেননি। অবসরের পর তালিকাভুক্ত হতে কয়েক দফা আবেদন করেছেন। সবশেষ ২০১৭ সালে তাঁর ছেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর ২০২২ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে আরেক দফা মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠান, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তিনি এখনো তাঁর কাগজপত্র নিয়ে এর-ওর কাছে ঘুরে বেড়ান।
ফজলুল বলেন, ‘সব জায়গায় আমার নাম আছে। আমার কাছে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের অনেকেই এখনো বেঁচে আছেন। তাঁরা খোঁজ নেন, সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি এখনো তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হতে পারিনি। অবসর জীবনে আমি এখন চরম আর্থিক সংকটে আছি। মুক্তিযোদ্ধার স্বীকৃতিটা পেলে পরিবার উপকৃত হবে। মৃত্যুর আগে আমি এই স্বীকৃতি পাব কি না, তা জানি না। এটাই আমার জীবনের শেষ চাওয়া।’
পানিপিয়া ইয়ুথ ক্যাম্পের প্লাটুন কমান্ডার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন ফজলুল হক। এ বিষয়ে ক্যাম্পের প্রশাসক ক্যাপ্টেন আর কে শর্মা এবং ইনচার্জ মো. মুহসীন স্বাক্ষরিত তাঁর সনদপত্র রয়েছে। স্বাধীনতার পর মিলিশিয়া ক্যাম্পে যোগ দিয়ে জেনারেল আতাউল গনি ওসমানীর সই করা সনদপত্রও পেয়েছেন। ক্যাম্পে অস্ত্র জমা দেওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায়ও নাম রয়েছে তাঁর। কিন্তু এখনো মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পাননি তিনি।
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ আমবাগান মহল্লায় রেললাইনের পাশে ছোট এক বাড়িতে বাস করেন ফজলুল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে আবাসিক হল বন্ধ হয়ে গেলে তিনি চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরের বাড়ি ফিরে যান। এরপর যুদ্ধে অংশ নিতে সীমান্ত পেরিয়ে যান ভারতে। বিশ্ববিদ্যালয়ে মিলিটারি সায়েন্স অ্যান্ড হিস্ট্রি পড়ার জ্ঞান কাজে লাগিয়ে অনেক যুবককে তিনি প্রশিক্ষণ দেন। তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, কিন্তু স্বীকৃতি পাননি তিনি। আদৌ স্বীকৃতি পাবেন কি না, তা জানেন না ৭৪ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।
সম্প্রতি আলাপকালে ফজলুল জানান, তিনি ১৯৭৫ সালে অগ্রণী ব্যাংকে যোগ দেন এবং ২০০৩ সালে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে অবসর নেন। তিনি বলেন, ১৯৮৯ সালের দিকে প্রথম যখন মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা শুরু হয়, তখন তিনি জানতেই পারেননি। দ্বিতীয় দফায় তিনি আবেদন করেন কিন্তু তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। পরে চট্টগ্রামে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে আর এগোতে পারেননি। অবসরের পর তালিকাভুক্ত হতে কয়েক দফা আবেদন করেছেন। সবশেষ ২০১৭ সালে তাঁর ছেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর ২০২২ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে আরেক দফা মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠান, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তিনি এখনো তাঁর কাগজপত্র নিয়ে এর-ওর কাছে ঘুরে বেড়ান।
ফজলুল বলেন, ‘সব জায়গায় আমার নাম আছে। আমার কাছে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের অনেকেই এখনো বেঁচে আছেন। তাঁরা খোঁজ নেন, সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি এখনো তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হতে পারিনি। অবসর জীবনে আমি এখন চরম আর্থিক সংকটে আছি। মুক্তিযোদ্ধার স্বীকৃতিটা পেলে পরিবার উপকৃত হবে। মৃত্যুর আগে আমি এই স্বীকৃতি পাব কি না, তা জানি না। এটাই আমার জীবনের শেষ চাওয়া।’
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে চলমান আন্দোলনের সময় অন্য একটি কারখানার শ্রমিকেরা নিজস্ব দাবি নিয়ে সড়ক অবরোধ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে শ্রমিকেরা স্থানীয় বাসিন্দাদের মারধর করে। এ নিয়ে ত্রিমুখী সংঘর্ষ বাধে। পরে বিক্ষুব্
৩৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তাঁরা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে