Ajker Patrika

মাদক গ্রহণের প্রতিবাদ করায় এক গৃহবধূ ও প্রতিবন্ধী ছেলেকে মারপিট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মাদক গ্রহণের প্রতিবাদ করায় এক গৃহবধূ ও প্রতিবন্ধী ছেলেকে মারপিট

মাদক গ্রহণের প্রতিবাদ করায় উল্লাপাড়ায় পারুল রানি ভৌমিক (৪৬) নামের এক গৃহবধূকে মারপিটের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় ওই গৃহবধূকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্বদেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় পারুলের বাক প্রতিবন্ধী ছেলে রিপন কুমারকেও (২২) বেধড়ক মারপিট করে। 

হামলার শিকার উক্ত গ্রামের মৃত মঙ্গলা ভৌমিকের স্ত্রী পারুল রানি ভৌমিক অভিযোগ করেছেন, তাঁর প্রতিবেশী পানজিদ ভৌমিকের ছেলে গৌতম কুমার অধিকাংশ সময় মাদকাসক্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করত। এর আগে র‍্যাব-১২ ক্যাম্পে ইয়াবাসহ সে ধরা পড়ে। পরে জামিনে বেরিয়ে আসে। গৌতম মাদকাসক্ত হয়ে প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করে এবং এর আগে পারুল রানির ছেলে বাক প্রতিবন্ধী রিপন কুমারকেও গৌতমসহ তাঁর সহযোগীরা মারধর করে। পারুল এর প্রতিবাদ করে। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌতম ও তাঁর সহযোগী সুদেব, বাবলু ও শ্যামসহ কয়েকজন যুবক পারুল রানির বাড়িতে এসে তাঁদের ওপরে হামলা করে। হামলাকারীরা লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে পারুল ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে বেধড়ক মারপিট করে। 

পরে প্রতিবেশীরা গুরুতর আহত পারুল রানিকে চিকিৎসার জন্য উক্ত হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার সঙ্গে যোগাযোগ করলে ডিউটি অফিসার উপপরিদর্শক আশরাফী খাতুন জানান, বৃহস্পতিবার রাতেই গুরুতর আহত পারুল রানি সিরাজগঞ্জ হাসপাতালে যাওয়ার আগে ভ্যানযোগে থানায় এসে হামলাকারী উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে গেছেন। পুলিশ এখন হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত