বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলীর বতুয়ারকান্দী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়িই বগুড়ার ধুনট উপজেলায়।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মোবিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গ্রেপ্তারকৃত দুই কিশোর। ভিডিওটি ভাইরাল হলে ১৫ নভেম্বর ছাত্রীর বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন। একই দিনে র্যাব ক্যাম্পে এসে এ বিষয়ে অভিযোগ দেন মামলার বাদী। এরপর অভিযুক্তদের ধরতে যৌথ তৎপরতা শুরু করে পুলিশ ও র্যাব। পরে গতকাল তাদের বগুড়া এবং সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব কর্মকর্তা তৌহিদুল মোবিন খান বলেন, ‘স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুই কিশোর। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’
ধুনট থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর (পরিদর্শক) আসাদুজ্জামান বলেন, ‘দুই কিশোর এখন থানায় আছে। কাল তাদের আদালতে পাঠানো হবে।’
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলীর বতুয়ারকান্দী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়িই বগুড়ার ধুনট উপজেলায়।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মোবিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গ্রেপ্তারকৃত দুই কিশোর। ভিডিওটি ভাইরাল হলে ১৫ নভেম্বর ছাত্রীর বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন। একই দিনে র্যাব ক্যাম্পে এসে এ বিষয়ে অভিযোগ দেন মামলার বাদী। এরপর অভিযুক্তদের ধরতে যৌথ তৎপরতা শুরু করে পুলিশ ও র্যাব। পরে গতকাল তাদের বগুড়া এবং সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব কর্মকর্তা তৌহিদুল মোবিন খান বলেন, ‘স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুই কিশোর। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’
ধুনট থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর (পরিদর্শক) আসাদুজ্জামান বলেন, ‘দুই কিশোর এখন থানায় আছে। কাল তাদের আদালতে পাঠানো হবে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
১০ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৪৪ মিনিট আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে