নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর চারঘাটে দুই পুলিশ সদস্যকে কোপানোর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার মধ্যরাতে রাজশাহীর চককাপাশিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি আরিফ ইসলাম (৩২), তিনি চারঘাটের ইউসূফপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
রাজশাহী র্যাব-৫ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, চারঘাটের ওই ঘটনার পর থেকে আরিফ আত্মগোপনে ছিলেন। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার খবর পেয়ে র্যাব সদস্যরা এই বাড়িতে অভিযান চালান। গ্রেপ্তারের সময় আরিফের বিছানার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
আরিফকে গ্রেপ্তারের পর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। তাঁকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে ২৯ নভেম্বর রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারঘাটের ইউসুফপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন আরিফসহ কয়েকজন এসে পুলিশের ওপর হামলা করেন। দুই পুলিশ সদস্যকে কুপিয়ে তাঁরা হাতকড়া লাগানো দুই আসামি ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে সেদিন পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।
রাজশাহীর চারঘাটে দুই পুলিশ সদস্যকে কোপানোর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার মধ্যরাতে রাজশাহীর চককাপাশিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি আরিফ ইসলাম (৩২), তিনি চারঘাটের ইউসূফপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
রাজশাহী র্যাব-৫ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, চারঘাটের ওই ঘটনার পর থেকে আরিফ আত্মগোপনে ছিলেন। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার খবর পেয়ে র্যাব সদস্যরা এই বাড়িতে অভিযান চালান। গ্রেপ্তারের সময় আরিফের বিছানার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
আরিফকে গ্রেপ্তারের পর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। তাঁকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে ২৯ নভেম্বর রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারঘাটের ইউসুফপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন আরিফসহ কয়েকজন এসে পুলিশের ওপর হামলা করেন। দুই পুলিশ সদস্যকে কুপিয়ে তাঁরা হাতকড়া লাগানো দুই আসামি ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে সেদিন পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।
রংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৭ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১৬ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
২৪ মিনিট আগে