শেরপুরে সমাধি থেকে লাশের মাথা কেটে নেওয়ার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৫: ৪৬
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে সমাধিস্থল থেকে গোলাপী সরকার (৫৩) নামের এক নারীর লাশের মাথা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পৌরশহরের উত্তর বাহিনীর মহাশ্মশানের এই ঘটনায় গতকাল শুক্রবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পৌর শহরের করতোয়া নদীর তীরে উত্তর সাহাপাড়া মহল্লায় উত্তর বাহিনীর মহাশ্মশান। এখানে শেরপুর উপজেলাসহ পাশের নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোরের সিংড়া উপজেলার অনেকের লাশ সৎকার করা হয়। ১৭ দিন আগে পৌরশহরের উত্তর সাহাপাড়ার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার মারা গেলে তাঁর লাশ এখানে সমাহিত করা হয়। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শ্মশানে ঢুকে গোলাপীর লাশ তুলে মাথা কেটে নিয়ে যায়।

শ্মশানের নিরাপত্তাকর্মী প্রমোদ সরকার বলেন, ‘গতকাল শুক্রবার রাতে আমি শ্মশানের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলাম। রাত ২টার দিকে ঘুমাতে যাই। আজ শনিবার সকাল ৯টার দিকে গোলাপী সরকারের লাশ মুণ্ডুহীন অবস্থায় দেখতে পেয়ে তাঁর পরিবারের লোকজনকে খবর দেই। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি।’

মৃত গোলাপী সরকারের ছেলে রঞ্জিত সরকার বলেন, ‘নিরাপত্তাকর্মীর কাছে খবর পেয়ে আমরা শ্মশানে যাই। পরে মায়ের লাশ পুনরায় সমাধিস্থ করা হয়েছে। এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে শেরপুর থানায় অভিযোগ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘পুলিশকে জানানোর আগেই লাশ পুনরায় সমাধিস্থ করা হয়েছে। তাই লাশের গলা কেটে নেওয়া হয়েছে, নাকি কোনো বন্য প্রাণী এটা করেছে, তা নিশ্চিত বলা যাচ্ছে না। এরপরও আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘নো ইলেকট্রিসিটি নো পে’ নীতি বাস্তবায়ন করুন, সম্মেলনে বিশেষজ্ঞদের তাগিদ

সেনাপ্রধানের কার্যালয় থেকে সরল পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ভারতের

ইরানের নতুন ড্রোনবাহী রণতরি ‘শহীদ বাঘেরি’, ধরা পড়ল স্যাটেলাইটে

চিন্ময় দাসের উত্থান ও বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ

দুই বছরের শিশুর হাত ট্রিগারে, গুলিতে প্রাণ গেল মায়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত