হোসাইন ময়নুল, রাজশাহী
শিক্ষকতা ছেড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার আবু হানিফ। এরই মধ্যে তিনি বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন। ১০ থেকে ১৫ দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পশ্চিম সাতবাড়িয়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারী শিক্ষক।
আবু হানিফ বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সরব রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি বাঙ্গালা ইউনিয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষকতা ছেড়ে নির্বাচন করতে আসায় ইউনিয়নের পাড়া-মহল্লায়, চায়ের টেবিলে এখন তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
এমন সিদ্ধান্তের বিষয়ে আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ২৮ বছর ধরে শিক্ষকতা করছি। এই সময়ের আমার অনেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও তৃণমূলের নেতাদের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনে নেমেছি। দীর্ঘ ৪২ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ, যুবলীগ করার পরে প্রায় ২৪ বছর ধরে বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার চাকরি সরকারি হওয়ায় গত দলীয় কাউন্সিলে অংশ নিতে পারি নাই। আমি শত ভাগ আশাবাদী এবার দল আমাকে মনোনয়ন দেবে, নির্বাচনে আমার জয় নিশ্চিত।
স্কুল থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এ শিক্ষক বলেন, এখনো পদত্যাগপত্র জমা দিইনি, তবে দেব। জয়-পরাজয়ের শঙ্কা প্রশ্নে তিনি বলেন, মানুষের ভালোবাসা আমাকে নির্বাচন করতে উদ্বুদ্ধ করেছে। আগামী নির্বাচনে সবার সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়ে বাঙ্গালা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।
এ প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুই মাস আগে ওনার সঙ্গে আলোচনা হয়েছে যে উনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নেবেন। তবে এখন পর্যন্ত লিখিত পদত্যাগপত্র পাইনি। উনি নির্বাচন করতে চাইলে অবশ্যই আগে পদত্যাগপত্র জমা দিতে হবে।
প্রসঙ্গত, বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৬ জন।
শিক্ষকতা ছেড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার আবু হানিফ। এরই মধ্যে তিনি বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন। ১০ থেকে ১৫ দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পশ্চিম সাতবাড়িয়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারী শিক্ষক।
আবু হানিফ বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সরব রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি বাঙ্গালা ইউনিয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষকতা ছেড়ে নির্বাচন করতে আসায় ইউনিয়নের পাড়া-মহল্লায়, চায়ের টেবিলে এখন তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
এমন সিদ্ধান্তের বিষয়ে আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ২৮ বছর ধরে শিক্ষকতা করছি। এই সময়ের আমার অনেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও তৃণমূলের নেতাদের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনে নেমেছি। দীর্ঘ ৪২ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ, যুবলীগ করার পরে প্রায় ২৪ বছর ধরে বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার চাকরি সরকারি হওয়ায় গত দলীয় কাউন্সিলে অংশ নিতে পারি নাই। আমি শত ভাগ আশাবাদী এবার দল আমাকে মনোনয়ন দেবে, নির্বাচনে আমার জয় নিশ্চিত।
স্কুল থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এ শিক্ষক বলেন, এখনো পদত্যাগপত্র জমা দিইনি, তবে দেব। জয়-পরাজয়ের শঙ্কা প্রশ্নে তিনি বলেন, মানুষের ভালোবাসা আমাকে নির্বাচন করতে উদ্বুদ্ধ করেছে। আগামী নির্বাচনে সবার সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়ে বাঙ্গালা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।
এ প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুই মাস আগে ওনার সঙ্গে আলোচনা হয়েছে যে উনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নেবেন। তবে এখন পর্যন্ত লিখিত পদত্যাগপত্র পাইনি। উনি নির্বাচন করতে চাইলে অবশ্যই আগে পদত্যাগপত্র জমা দিতে হবে।
প্রসঙ্গত, বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৬ জন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে