বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, জয়পুরহাট সদরে ১৪৪ ধারা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১০: ০২
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১০: ৩০
জয়পুরহাট সদর থানা ও পৌর বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে একগ্রুপের বিরুদ্ধে অপর গ্রুপের মশাল মিছিল। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা শহরের নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, ১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুটি গ্রুপ কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো।

ওই আদেশে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুটি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান গ্রুপ জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপকে বাদ দিয়ে ১ নভেম্বর সদর থানা ও শহর বিএনপির সম্মেলনের ডাক দেয়। এতে শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপের নেতা-কর্মীরা গোলজার রহমান গ্রুপের বিরোধিতা করে ৩০ ও ৩১ অক্টোবর জেলা শহরে মশাল মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে। এরপর একই সময় ও স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত