ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের পশ্চিম পাড় শালবনের ভেতরে ও বাইরের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় শালবনের ভেতরে শুকনো লতাপাতা, শালগাছসহ বেতের গাছ পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে এমন চিত্র।
ঈদের ছুটিতে আলতাদীঘি শালবন দেখতে আসা পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শালবনের ভেতরে বেশ কিছু এলাকাজুড়ে দফায় দফায় অগ্নিশিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন তাঁরা।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দেন দর্শনার্থীরা। বিকেল ৫টায় ফায়ার সর্ভিসের কর্মীরা এলে পানির অভাবে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা পর্যন্ত সময় লেগে যায় তাঁদের।
স্থানীয়রা জানান, বন কর্মকর্তাদের কারণে অরক্ষিত হয়ে পড়েছে আলতাদীঘি জাতীয় উদ্যান শালবন। প্রতিদিন বনের ভেতরে ও বাইরে সকাল-সন্ধ্যা দর্শনার্থীদের আড়ালে মাদকসেবীদের আড্ডা বসে। শালবন অরক্ষিত থাকার কারণে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে।
বারবার আগুন লাগার ঘটনা ঘটলে পরিবেশ ভারসাম্যহীন হওয়ার পাশাপাশি আলতাদীঘি জাতীয় উদ্যান পর্যটকশূন্য হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডের ব্যাপারে বনবিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আগুনে বনের কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানি না। আগুন নেভাতে ফায়ার সার্ভিস রাত ৮টা পর্যন্ত কাজ করে।’
ধামইরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ঈদের ছুটিতে বাড়ি থাকায় এ বিষয়ে কিছু বলতে পারেননি।
গত সোমবারসহ আলতাদীঘি জাতীয় উদ্যান শালবনে এ নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের পশ্চিম পাড় শালবনের ভেতরে ও বাইরের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় শালবনের ভেতরে শুকনো লতাপাতা, শালগাছসহ বেতের গাছ পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে এমন চিত্র।
ঈদের ছুটিতে আলতাদীঘি শালবন দেখতে আসা পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শালবনের ভেতরে বেশ কিছু এলাকাজুড়ে দফায় দফায় অগ্নিশিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন তাঁরা।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দেন দর্শনার্থীরা। বিকেল ৫টায় ফায়ার সর্ভিসের কর্মীরা এলে পানির অভাবে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা পর্যন্ত সময় লেগে যায় তাঁদের।
স্থানীয়রা জানান, বন কর্মকর্তাদের কারণে অরক্ষিত হয়ে পড়েছে আলতাদীঘি জাতীয় উদ্যান শালবন। প্রতিদিন বনের ভেতরে ও বাইরে সকাল-সন্ধ্যা দর্শনার্থীদের আড়ালে মাদকসেবীদের আড্ডা বসে। শালবন অরক্ষিত থাকার কারণে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে।
বারবার আগুন লাগার ঘটনা ঘটলে পরিবেশ ভারসাম্যহীন হওয়ার পাশাপাশি আলতাদীঘি জাতীয় উদ্যান পর্যটকশূন্য হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডের ব্যাপারে বনবিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আগুনে বনের কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানি না। আগুন নেভাতে ফায়ার সার্ভিস রাত ৮টা পর্যন্ত কাজ করে।’
ধামইরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ঈদের ছুটিতে বাড়ি থাকায় এ বিষয়ে কিছু বলতে পারেননি।
গত সোমবারসহ আলতাদীঘি জাতীয় উদ্যান শালবনে এ নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১৮ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৪২ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে