ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে সচীন বিশ্বাস সাজু (২২) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর জিগাতলা উত্তরপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাজু উপজেলার রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছোট ছেলে। সরকার পরিবর্তনের পরপরই স্থানীয় দখলদারি নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের চলমান ‘কর্মবিরতি’ ও ‘নিরাপত্তাজনিত’ কারণে তাঁরা এলাকায় যেতে এবং বিস্তারিত জানাতে পারেননি।
ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের বলেন, নিহত সাজু পাকশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী এবং তাঁর সমর্থক ছিলেন।
স্থানীয়রা জানায়, সাজু গতকাল মঙ্গলবার রাতে রূপপুর জিগাতলা মসজিদের পাশে বন্ধুদের সঙ্গে খিচুড়ি খাওয়ার আয়োজনে যোগ দেন। রাত সাড়ে ১০টার দিকে খিচুড়ি খাওয়ার সময় তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য মসজিদের সামনের রাস্তায় চলে আসেন। সেখানে দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি ও ছুরিকাঘাত করে মোটরসাইকেল ও মাইক্রো নিয়ে পালিয়ে যায়। এ সময় রাস্তায় লুটিয়ে পড়লে সেখানকার লোকজন সাজুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের অভিযোগ, সম্পর্কে তিনি সাজুর চাচা হন। সাজু পাকশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। পাকশীতে বালুর ব্যবসা নিয়ে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। আধিপত্য নিয়ে কয়েক দিন আগে দুই পক্ষে দ্বন্দ্ব দেখা দেয়। ৫ আগস্ট রাতে পাকশীতে স্বেচ্ছাসেবক দলের কয়েকজনের সঙ্গে ‘কিছু ঘটনা’ নিয়ে সাজুর সম্পর্কের অবনতি ঘটে। ছাত্রদলকর্মী সাজু এ কাজে তাঁদের বাধাও দিয়েছেন। তাতে ক্ষুব্ধ হয় প্রতিপক্ষের লোকজন। তাঁর ধারণা, এসব ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজনের গুলিতে সাজু খুন হয়েছেন।
পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে সচীন বিশ্বাস সাজু (২২) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর জিগাতলা উত্তরপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাজু উপজেলার রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছোট ছেলে। সরকার পরিবর্তনের পরপরই স্থানীয় দখলদারি নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের চলমান ‘কর্মবিরতি’ ও ‘নিরাপত্তাজনিত’ কারণে তাঁরা এলাকায় যেতে এবং বিস্তারিত জানাতে পারেননি।
ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের বলেন, নিহত সাজু পাকশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী এবং তাঁর সমর্থক ছিলেন।
স্থানীয়রা জানায়, সাজু গতকাল মঙ্গলবার রাতে রূপপুর জিগাতলা মসজিদের পাশে বন্ধুদের সঙ্গে খিচুড়ি খাওয়ার আয়োজনে যোগ দেন। রাত সাড়ে ১০টার দিকে খিচুড়ি খাওয়ার সময় তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য মসজিদের সামনের রাস্তায় চলে আসেন। সেখানে দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি ও ছুরিকাঘাত করে মোটরসাইকেল ও মাইক্রো নিয়ে পালিয়ে যায়। এ সময় রাস্তায় লুটিয়ে পড়লে সেখানকার লোকজন সাজুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের অভিযোগ, সম্পর্কে তিনি সাজুর চাচা হন। সাজু পাকশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। পাকশীতে বালুর ব্যবসা নিয়ে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। আধিপত্য নিয়ে কয়েক দিন আগে দুই পক্ষে দ্বন্দ্ব দেখা দেয়। ৫ আগস্ট রাতে পাকশীতে স্বেচ্ছাসেবক দলের কয়েকজনের সঙ্গে ‘কিছু ঘটনা’ নিয়ে সাজুর সম্পর্কের অবনতি ঘটে। ছাত্রদলকর্মী সাজু এ কাজে তাঁদের বাধাও দিয়েছেন। তাতে ক্ষুব্ধ হয় প্রতিপক্ষের লোকজন। তাঁর ধারণা, এসব ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজনের গুলিতে সাজু খুন হয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
১৭ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
২২ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
২৫ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
২৬ মিনিট আগে