বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় নাসরিন আকতার নূপুর (৪২) নামের এক স্কুলশিক্ষক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নাসরিন আক্তার নূপুর উপজেলার দিঘা মাস্টারপাড়া গ্রামের জালাল উদ্দিন মাস্টারের স্ত্রী ও লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী জালাল উদ্দিন। জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর পাঁচ বছরের ও তিন বছরের দুটি ছেলে রয়েছে। রোববার আছরের নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জালাল উদ্দিন জানান, নাসরিন আকতার নূপুর গতকাল শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়ার পাশাপাশি তিনি বমি করছিলেন। সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহম্মেদ বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তাঁর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।’
রাজশাহীর বাঘায় নাসরিন আকতার নূপুর (৪২) নামের এক স্কুলশিক্ষক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নাসরিন আক্তার নূপুর উপজেলার দিঘা মাস্টারপাড়া গ্রামের জালাল উদ্দিন মাস্টারের স্ত্রী ও লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী জালাল উদ্দিন। জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর পাঁচ বছরের ও তিন বছরের দুটি ছেলে রয়েছে। রোববার আছরের নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জালাল উদ্দিন জানান, নাসরিন আকতার নূপুর গতকাল শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়ার পাশাপাশি তিনি বমি করছিলেন। সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহম্মেদ বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তাঁর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।’
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। ‘মার্চ ফর খিলাফাহ’ নামে এই বিক্ষোভ সমাবেশ পালনের পরিকল্পনা করার সংবাদে এরই মধ্যে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারসহ (৫০) তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারীপুল অংশের লেকের পানিতে ভাসছিল মরদেহটি।
৩৫ মিনিট আগে