Ajker Patrika

বাঘায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

রাজশাহীর বাঘায় নাসরিন আকতার নূপুর (৪২) নামের এক স্কুলশিক্ষক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নাসরিন আক্তার নূপুর উপজেলার দিঘা মাস্টারপাড়া গ্রামের জালাল উদ্দিন মাস্টারের স্ত্রী ও লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী জালাল উদ্দিন। জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর পাঁচ বছরের ও তিন বছরের দুটি ছেলে রয়েছে। রোববার আছরের নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জালাল উদ্দিন জানান, নাসরিন আকতার নূপুর গতকাল শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়ার পাশাপাশি তিনি বমি করছিলেন। সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।

এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহম্মেদ বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তাঁর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত