ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন মা

প্রতনিধি, বাগমারা (রাজশাহী)
প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৯: ০৬
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১১: ১০

নিয়মিত মাদক সেবন করায় মাজেদুর রহমান মানিক (২৬) নামের এক যুবককে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন তাঁর মা। আজ বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা উপজেলায় এ ঘটনা ঘটে।

মানিক উপজেলার আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মাহাতাবুর রহমান মাতুর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ছোট থেকেই নিয়মিত মাদক সেবন করে আসছেন মানিক। মাদকের হাত থেকে ফিরিয়ে আনার জন্য তাঁকে বিয়েও দেওয়া হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। পরিবারের লোকজনের এ রকম শতচেষ্টাতেও তাঁকে মাদকের হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন মানিকের মা।

মায়ের কাছে বিস্তারিত শোনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।

মাজেদুর রহমান মানিকের মা তানজিমা খাতুন বলেন, ‘সকাল হলেই নেশার টাকা জোগাড় করে দিতে হবে। টাকা না পেলেই বাড়ি মাথায় তোলার অবস্থা করে ফেলে। শুধু তা-ই না, বাগানের গাছ বিক্রি করে নেশার জন্য তাকে টাকা দিতে হয়। এতে রাজি হইনি বলে আমাকে হত্যার চেষ্টা করে। নিরুপায় হয়ে প্রশাসনের আশ্রয় নিয়েছি। এর আগে নেশা থেকে ফেরাতে মাদক নিরাময় কেন্দ্রে রেখেছিলাম।'

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, মায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাজেদুর রহমানের এক বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত