নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার বিশালাকার পুকুরটি ভরাট করা হচ্ছে। গত সোমবার মধ্যরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর ভরাটের কাজে নিয়োজিত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আবারও পুকুর ভরাট শুরু হয়।
গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুরের সামনের সড়কের ফুটপাতে একদল যুবক পাটি বিছিয়ে বসে আছেন। আরেকটি দল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। একের পর এক ট্রাক এসে বালু ফেলছে পুকুরপাড়ে। আর পেলোডার দিয়ে সেই বালু টেনে পুকুরের পানিতে ফেলা হচ্ছে।
নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মৌজায় অবস্থিত এই পুকুরের আরএস খতিয়ান নম্বর ৪৮৮ এবং দাগ নম্বর ২৪৭৮। প্রায় ১ দশমিক ৫৩ একর আয়তনের বিশাল পুকুরটি গত ২৫ মার্চ থেকে ভরাট করা হচ্ছে। যাঁরা পুকুরটি ভরাট করছেন, তাঁরা বলছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) কয়েক ব্যক্তি এই পুকুরের মালিক। তবে এই ডিসি-এসপি কোন জেলায় কর্মরত, তা তাঁরা বলছেন না।
অবৈধভাবে এই পুকুর ভরাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও সরেজমিন পরিদর্শন করেন। তবে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তবে গত সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান অভিযান চালিয়ে ভরাটের কাজে নিয়োজিত আরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ অভিযানের পর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, অবৈধভাবে পুকুর ভরাট বন্ধে তাঁরা ‘জিরো টলারেন্স’ নীতিতে আছেন। পুকুরটি ভরাটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত একজনকে জরিমানা করেছেন। তা ছাড়া সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। আবারও এই পুকুর ভরাট শুরু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে গতকাল মঙ্গলবার রাতে আবারও পুকুরটি ভরাটের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, বিষয়টি জানা ছিল না। মধ্যরাতে পুকুর ভরাট করার কারণে অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে। তার পরও তিনি বিষয়টি দেখবেন। এবার হাতেনাতে কাউকে আটক করা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার নিরাপত্তা প্রহরী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য লালন শেখ মালিকপক্ষের কাছ থেকে পুকুরটি ভরাট করে দেওয়ার কাজ নিয়েছেন। তিনি রাজশাহীর সন্ত্রাসী গ্রুপ ‘তরিক বাহিনী’র সঙ্গে সম্পৃক্ত। অভিযানের পরও পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে আজ বুধবার দুপুরে তিনি বলেন, ‘এই পুকুরের বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার বিশালাকার পুকুরটি ভরাট করা হচ্ছে। গত সোমবার মধ্যরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর ভরাটের কাজে নিয়োজিত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আবারও পুকুর ভরাট শুরু হয়।
গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুরের সামনের সড়কের ফুটপাতে একদল যুবক পাটি বিছিয়ে বসে আছেন। আরেকটি দল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। একের পর এক ট্রাক এসে বালু ফেলছে পুকুরপাড়ে। আর পেলোডার দিয়ে সেই বালু টেনে পুকুরের পানিতে ফেলা হচ্ছে।
নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মৌজায় অবস্থিত এই পুকুরের আরএস খতিয়ান নম্বর ৪৮৮ এবং দাগ নম্বর ২৪৭৮। প্রায় ১ দশমিক ৫৩ একর আয়তনের বিশাল পুকুরটি গত ২৫ মার্চ থেকে ভরাট করা হচ্ছে। যাঁরা পুকুরটি ভরাট করছেন, তাঁরা বলছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) কয়েক ব্যক্তি এই পুকুরের মালিক। তবে এই ডিসি-এসপি কোন জেলায় কর্মরত, তা তাঁরা বলছেন না।
অবৈধভাবে এই পুকুর ভরাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও সরেজমিন পরিদর্শন করেন। তবে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তবে গত সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান অভিযান চালিয়ে ভরাটের কাজে নিয়োজিত আরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ অভিযানের পর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, অবৈধভাবে পুকুর ভরাট বন্ধে তাঁরা ‘জিরো টলারেন্স’ নীতিতে আছেন। পুকুরটি ভরাটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত একজনকে জরিমানা করেছেন। তা ছাড়া সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। আবারও এই পুকুর ভরাট শুরু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে গতকাল মঙ্গলবার রাতে আবারও পুকুরটি ভরাটের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, বিষয়টি জানা ছিল না। মধ্যরাতে পুকুর ভরাট করার কারণে অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে। তার পরও তিনি বিষয়টি দেখবেন। এবার হাতেনাতে কাউকে আটক করা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার নিরাপত্তা প্রহরী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য লালন শেখ মালিকপক্ষের কাছ থেকে পুকুরটি ভরাট করে দেওয়ার কাজ নিয়েছেন। তিনি রাজশাহীর সন্ত্রাসী গ্রুপ ‘তরিক বাহিনী’র সঙ্গে সম্পৃক্ত। অভিযানের পরও পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে আজ বুধবার দুপুরে তিনি বলেন, ‘এই পুকুরের বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৩৪ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে