সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে একই সঙ্গে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ফারুক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি নোটিশের জবাবও দিয়েছেন।
ফারুক হোসেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত আছেন।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফারুক হোসেন কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ১ জানুয়ারি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়। সময় মতো নোটিশের জবাব দেওয়া হয়েছে।’
এই চেয়ারম্যান আরও বলেন, ‘অনেকেই দুটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এ বিষয় নিয়ে হাইকোর্টে রিট দাখিল হয়েছে। রিটের কাগজপত্র নোটিশের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ফারুক হোসেন চেয়ারম্যানের দায়িত্বসহ একই সঙ্গে চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ে কর্মরত। তিনি একাধিক চাকরিতে বা আর্থিক লাভজনক পদে সন্মানী বেতন-ভাতা নিচ্ছেন। যার সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১ দশমিক ১৭ ধারার পরিপন্থী।
এ অবস্থায় ধারা অনুযায়ী কেন আপনার এমপিও বাতিলসহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব ৭ কার্য দিবসের মধ্যে অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে একই সঙ্গে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ফারুক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি নোটিশের জবাবও দিয়েছেন।
ফারুক হোসেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত আছেন।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফারুক হোসেন কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ১ জানুয়ারি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়। সময় মতো নোটিশের জবাব দেওয়া হয়েছে।’
এই চেয়ারম্যান আরও বলেন, ‘অনেকেই দুটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এ বিষয় নিয়ে হাইকোর্টে রিট দাখিল হয়েছে। রিটের কাগজপত্র নোটিশের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ফারুক হোসেন চেয়ারম্যানের দায়িত্বসহ একই সঙ্গে চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ে কর্মরত। তিনি একাধিক চাকরিতে বা আর্থিক লাভজনক পদে সন্মানী বেতন-ভাতা নিচ্ছেন। যার সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১ দশমিক ১৭ ধারার পরিপন্থী।
এ অবস্থায় ধারা অনুযায়ী কেন আপনার এমপিও বাতিলসহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব ৭ কার্য দিবসের মধ্যে অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৭ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৭ ঘণ্টা আগে