সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের কাছে অস্ত্র বিক্রি করা সোহাগকে খুঁজছে গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযানও চালানো হচ্ছে বলে আজ শনিবার দুপুরে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাজ উদ্দিন। তিনি বলেন, ‘রায়হান শরীফের ঘটনার পর থেকে অস্ত্র বিক্রেতা সোহাগ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
এদিকে শিক্ষক রায়হান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি ও চার দফা দাবিতে শহরের বিভিন্ন স্থানে প্যানা ও ফেস্টুন ঝুলানো হয়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্যানা লাগান হয়।
শিক্ষার্থীদের চার দাবির মধ্যে রয়েছে, শিক্ষক রায়হান শরীফের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল, সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা।
৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
অস্ত্র মামলায় ১১ মার্চ শিক্ষক রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ড শেষে বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের কাছে অস্ত্র বিক্রি করা সোহাগকে খুঁজছে গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযানও চালানো হচ্ছে বলে আজ শনিবার দুপুরে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাজ উদ্দিন। তিনি বলেন, ‘রায়হান শরীফের ঘটনার পর থেকে অস্ত্র বিক্রেতা সোহাগ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
এদিকে শিক্ষক রায়হান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি ও চার দফা দাবিতে শহরের বিভিন্ন স্থানে প্যানা ও ফেস্টুন ঝুলানো হয়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্যানা লাগান হয়।
শিক্ষার্থীদের চার দাবির মধ্যে রয়েছে, শিক্ষক রায়হান শরীফের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল, সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা।
৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
অস্ত্র মামলায় ১১ মার্চ শিক্ষক রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ড শেষে বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।
যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ হোসেন আশা হত্যাকাণ্ডের মামলার আসামিদের হাতে ২২ বছর পর তাঁর ভাই আনিসুর রহমান (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে কুপিয়ে জখম করা হলে আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আনিসুরের ফুপাতো ভাই আব্দুস সালাম আহত হয়েছেন
২৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। দুই জেলার শ্রমিকদের পাল্টাপাল্টি মারধরের জেরে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই রুটে কোনো বাস চলাচল করেনি।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অফিসের মালামাল সরিয়েছে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। এ বিষয়ে এভসেক–এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এপিবিএন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে