বগুড়া প্রতিনিধি
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা ককটেল হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। অন্যদিকে ছাত্রলীগ বলেছে, আন্দোলনকারীরাই ছাত্রলীগকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ককটেলের আঘাতে আহত শিক্ষার্থীরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা বেশ কিছু সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখেন। এরপর সড়ক থেকে সরে কলেজ ক্যাম্পাসে আমতলায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ কলেজের আমচত্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘আমরা সাত মাথায় অবস্থান করছিলাম। কলেজের সামনে সড়ক অবরোধের খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এলে আন্দোলনকারীরা আমাদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়।’
আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী বলেন, সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
এদিকে বেলা সাড়ে ১১টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কের একপাশ অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টার মতো তাঁরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তাঁদের সঙ্গে কথা বললে সড়ক থেকে সরে যান।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা ককটেল হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। অন্যদিকে ছাত্রলীগ বলেছে, আন্দোলনকারীরাই ছাত্রলীগকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ককটেলের আঘাতে আহত শিক্ষার্থীরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা বেশ কিছু সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখেন। এরপর সড়ক থেকে সরে কলেজ ক্যাম্পাসে আমতলায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ কলেজের আমচত্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘আমরা সাত মাথায় অবস্থান করছিলাম। কলেজের সামনে সড়ক অবরোধের খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এলে আন্দোলনকারীরা আমাদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়।’
আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী বলেন, সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
এদিকে বেলা সাড়ে ১১টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কের একপাশ অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টার মতো তাঁরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তাঁদের সঙ্গে কথা বললে সড়ক থেকে সরে যান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ভাই আওয়ামী লীগের নেতা বিদ্যুৎ বড়ুয়া থাকতেন চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সাইফভ্যালি ভবনের একটি ফ্ল্যাটে। সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং
৭ ঘণ্টা আগেসদস্যদের ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেক্রেটারি এসএম ফরহাদ। পরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে
৮ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে