নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে তাঁরা আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহতেরা হলেন—জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মন্ডল (৪০) ও তাঁর স্ত্রী গোলাপি (৩০)।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সুমন পেশায় একজন দিনমজুর। সুমনের প্রথম স্ত্রী খাদিজাকে না জানিয়ে গোপনে এক সপ্তাহ আগে গোলাপিকে বিয়ে করেন। গত মঙ্গলবার খাদিজা তার বাবার বাড়ি গেলে গোলাপিকে বাড়িতে নিয়ে আসেন সুমন। বুধবার বিকেলে খাদিজা সুমনের বাড়িতে আসার পর তাদের পারিবারিক কলহ শুরু হয়। পরে রাত ৯টার দিকে সুমন ও গোলাপি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে জানাজানি হয়। স্বজন ও প্রতিবেশীরা রাত ১১টার দিকে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে গোলাপি ও রাত ২টার দিকে সুমন মারা যায়।
সুমনের প্রতিবেশী চাম্পা বলেন, ‘সুমনের আগের সংসারে দুই সন্তান ও স্ত্রী আছে। গোপনে আরেকটি বিয়ে করায় তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুনেছি রাতে তারা দুজনে গ্যাস ট্যাবলেট খেয়েছে। পরে হাসপাতালে ভর্তি করা হলে তারা দুজনেই মারা গেছে।’
নওগাঁ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু আনসারি বলেন, ‘দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা বিষাক্ত কিছু সেবন করেছে বলে মনে হয়েছে। দুজনের অবস্থা খুবই গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার্ড করার প্রক্রিয়া করা হলেও রোগীর স্বজনরা অন্য কোথাও নিতে চাইনি। এরপর যথাসাধ্য চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু রাতে দুজনই মারা গেছেন।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে গ্যাস ট্যাবলেট খাওয়ার বিষয়টি জানা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ইতিমধ্যে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাজে হস্তান্তর করা হবে।
নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে তাঁরা আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহতেরা হলেন—জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মন্ডল (৪০) ও তাঁর স্ত্রী গোলাপি (৩০)।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সুমন পেশায় একজন দিনমজুর। সুমনের প্রথম স্ত্রী খাদিজাকে না জানিয়ে গোপনে এক সপ্তাহ আগে গোলাপিকে বিয়ে করেন। গত মঙ্গলবার খাদিজা তার বাবার বাড়ি গেলে গোলাপিকে বাড়িতে নিয়ে আসেন সুমন। বুধবার বিকেলে খাদিজা সুমনের বাড়িতে আসার পর তাদের পারিবারিক কলহ শুরু হয়। পরে রাত ৯টার দিকে সুমন ও গোলাপি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে জানাজানি হয়। স্বজন ও প্রতিবেশীরা রাত ১১টার দিকে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে গোলাপি ও রাত ২টার দিকে সুমন মারা যায়।
সুমনের প্রতিবেশী চাম্পা বলেন, ‘সুমনের আগের সংসারে দুই সন্তান ও স্ত্রী আছে। গোপনে আরেকটি বিয়ে করায় তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুনেছি রাতে তারা দুজনে গ্যাস ট্যাবলেট খেয়েছে। পরে হাসপাতালে ভর্তি করা হলে তারা দুজনেই মারা গেছে।’
নওগাঁ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু আনসারি বলেন, ‘দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা বিষাক্ত কিছু সেবন করেছে বলে মনে হয়েছে। দুজনের অবস্থা খুবই গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার্ড করার প্রক্রিয়া করা হলেও রোগীর স্বজনরা অন্য কোথাও নিতে চাইনি। এরপর যথাসাধ্য চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু রাতে দুজনই মারা গেছেন।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে গ্যাস ট্যাবলেট খাওয়ার বিষয়টি জানা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ইতিমধ্যে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাজে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২৩ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে