বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নিজের জমানো টাকায় ভাঙাচোরা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার তিনি। পার্শ্ববর্তী কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় দুই ট্রাক ইট এনে দ্বীপগঞ্জ-কোলা সড়ক মেরামত করেন রেখা।
রেখা ভূমিহীন। মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারি জায়গায় ঝুপড়ি ঘর। তৃতীয় ধাপে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হোন রেখা।
অনেক দিন ধরে সড়কটিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বড় বড় গর্তের কারণে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। স্থানীয় রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়ক কোলা-দ্বীপগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে গেছে। সড়কটি দিয়ে প্রতিদিন মিঠাপুর, কোলা, আধাইপুর, বিলাশবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করেন। নওগাঁ জেলা শহরের যাতায়াতের প্রধান পথ এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় মহিলা মেম্বার রেখার উদ্যোগে সড়কি মেরামত করা হলো।
পথচারী জামাল বলেন, ‘খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী-তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জেলা শহরে যাওয়ার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। জনগণের চলাচলের ভোগান্তি কমাতে সড়কে ইট বিছিয়ে চলাচলের জন্য কিছুটা উপযোগী করেছেন ভূমিহীন রেখা।’
এ বিষয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী ইউপি সদস্যা রেখা বানু বলেন, ‘সড়কটি ভাঙাচোরা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আমি আমার সামান্য জমানো টাকা দিয়ে শুধু ইটের গাড়ি ভাড়া দিয়েছি আর কোলা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দুই গাড়ি ইট দিয়েছে। আমি নিজেই ইটগুলো মাথায় বহন করে ভ্যানে করে নিয়ে রাস্তায় বিছিয়ে দিয়েছি। হাতুড়ি দিয়ে ইটগুলো নিজ হাতেই ভেঙে খানাখন্দ সমান করেছি।’
কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, ‘আমার কাছে বিলাশবাড়ী ইউপির মহিলা মেম্বার রেখা এসে বললো, কোলা-দ্বীপগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেখা আমাকে বলে দুই গাড়ি ইট দিতে হবে। আমি তার কথা শুনে যথাসময়ে ইট পৌঁছিয়ে দিয়েছি। রেখা ইটের গাড়ি ভাড়া দিয়েছে। তার সার্বিক প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করা হয়েছে।’
নিজের জমানো টাকায় ভাঙাচোরা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার তিনি। পার্শ্ববর্তী কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় দুই ট্রাক ইট এনে দ্বীপগঞ্জ-কোলা সড়ক মেরামত করেন রেখা।
রেখা ভূমিহীন। মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারি জায়গায় ঝুপড়ি ঘর। তৃতীয় ধাপে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হোন রেখা।
অনেক দিন ধরে সড়কটিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বড় বড় গর্তের কারণে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। স্থানীয় রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়ক কোলা-দ্বীপগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে গেছে। সড়কটি দিয়ে প্রতিদিন মিঠাপুর, কোলা, আধাইপুর, বিলাশবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করেন। নওগাঁ জেলা শহরের যাতায়াতের প্রধান পথ এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় মহিলা মেম্বার রেখার উদ্যোগে সড়কি মেরামত করা হলো।
পথচারী জামাল বলেন, ‘খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী-তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জেলা শহরে যাওয়ার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। জনগণের চলাচলের ভোগান্তি কমাতে সড়কে ইট বিছিয়ে চলাচলের জন্য কিছুটা উপযোগী করেছেন ভূমিহীন রেখা।’
এ বিষয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী ইউপি সদস্যা রেখা বানু বলেন, ‘সড়কটি ভাঙাচোরা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আমি আমার সামান্য জমানো টাকা দিয়ে শুধু ইটের গাড়ি ভাড়া দিয়েছি আর কোলা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দুই গাড়ি ইট দিয়েছে। আমি নিজেই ইটগুলো মাথায় বহন করে ভ্যানে করে নিয়ে রাস্তায় বিছিয়ে দিয়েছি। হাতুড়ি দিয়ে ইটগুলো নিজ হাতেই ভেঙে খানাখন্দ সমান করেছি।’
কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, ‘আমার কাছে বিলাশবাড়ী ইউপির মহিলা মেম্বার রেখা এসে বললো, কোলা-দ্বীপগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেখা আমাকে বলে দুই গাড়ি ইট দিতে হবে। আমি তার কথা শুনে যথাসময়ে ইট পৌঁছিয়ে দিয়েছি। রেখা ইটের গাড়ি ভাড়া দিয়েছে। তার সার্বিক প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করা হয়েছে।’
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস ছয় দফা সময় বাড়িয়েও কাজ শেষ না করায় বিপাকে পড়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)।
৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২৯ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগে