পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় সম্প্রতি আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এবার তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামায় তাঁর ছেলে সুমনউজ্জামান সুমনকেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
এ প্রসঙ্গে বেলপুকুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক বলেন, বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আমার নির্বাচনী প্রচারণার কাজ করছেন না। তিনি দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। এ ছাড়া নৌকা ভোট না দিতে সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও দিচ্ছেন। বিষয়টি এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীদের অবহিত করেছি।
উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাঁর পিতার পক্ষে ভোটের প্রচারণা করছেন, এমন অভিযোগ স্থানীয় নেতা–কর্মীরা আমাদের জানিয়েছেন। দলের গঠনতন্ত্র ভঙ্গ করলে অবশ্যই তিনি অপরাধী হবেন। আর দলের সিদ্ধান্তের বাইরে কোনো নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালালে তিনি সরাসরি বহিষ্কার হবেন। বিষয়টি আমি জেলা যুবলীগের সভাপতি কে অবহিত করেছি। এখন তাঁর নির্দেশনা আসলেই দল ও পদ থেকে সুমনকেও বহিষ্কার করা হবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন বলেন, গত ১৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমি ওই দিন পর্যন্ত ভোটের মাঠে ছিলাম। আর এখন যিনি নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, তিনি আমার কাছে কখনোই ভোটের প্রচারণার জন্য বলেননি। এ ছাড়া তিনি বা তাঁর কোনো লোকও আমার কাছে আসেনি। যার কারণে আমি ১৯ তারিখের পর থেকে নির্বাচনী মাঠে নেই। সুমন আরও বলেন, বিদ্রোহী প্রার্থী হলেও উনি আমার আব্বা।
নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় সম্প্রতি আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এবার তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামায় তাঁর ছেলে সুমনউজ্জামান সুমনকেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
এ প্রসঙ্গে বেলপুকুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক বলেন, বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আমার নির্বাচনী প্রচারণার কাজ করছেন না। তিনি দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। এ ছাড়া নৌকা ভোট না দিতে সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও দিচ্ছেন। বিষয়টি এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীদের অবহিত করেছি।
উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাঁর পিতার পক্ষে ভোটের প্রচারণা করছেন, এমন অভিযোগ স্থানীয় নেতা–কর্মীরা আমাদের জানিয়েছেন। দলের গঠনতন্ত্র ভঙ্গ করলে অবশ্যই তিনি অপরাধী হবেন। আর দলের সিদ্ধান্তের বাইরে কোনো নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালালে তিনি সরাসরি বহিষ্কার হবেন। বিষয়টি আমি জেলা যুবলীগের সভাপতি কে অবহিত করেছি। এখন তাঁর নির্দেশনা আসলেই দল ও পদ থেকে সুমনকেও বহিষ্কার করা হবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন বলেন, গত ১৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমি ওই দিন পর্যন্ত ভোটের মাঠে ছিলাম। আর এখন যিনি নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, তিনি আমার কাছে কখনোই ভোটের প্রচারণার জন্য বলেননি। এ ছাড়া তিনি বা তাঁর কোনো লোকও আমার কাছে আসেনি। যার কারণে আমি ১৯ তারিখের পর থেকে নির্বাচনী মাঠে নেই। সুমন আরও বলেন, বিদ্রোহী প্রার্থী হলেও উনি আমার আব্বা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
২৮ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
৩৬ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১ ঘণ্টা আগে