Ajker Patrika

শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৭: ০৮
শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ইমদাদুল হক ওরফে এমাদুর (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

এ সময় এমাদুরের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, কার্তুজের পাইপগান জাতীয় একটি দেশীয় পিস্তল, চারটি রাইফেলের গুলি, দুটি পিস্তলের গুলি ও তিনটি হাঁসুয়া। তাঁর কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে দাবি করেছে এলাকাবাসী।

ওই গ্রামের বাসিন্দা আসিফ সরকার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় এমাদুর আমার বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাড়ির প্রধান গেটে পিস্তল দিয়ে গুলি করে। একই দিন মেহেদুলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এমাদুরের কাছে আরও অস্ত্র থাকতে পারে। সেসব উদ্ধার করা জরুরি।’

আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক বলেন, ‘গ্রেপ্তার এমাদুর আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি আমার গ্রুপে আমার সঙ্গেই রাজনীতি করতেন।’

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এমাদুরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত