শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
খাঁচা ভর্তি চারটি ট্রাক। মাঠ ভর্তি দর্শকের সামনে ছাড়া হলো। এ সময় মুগ্ধ হয়ে দেখেন বগুড়াবাসী। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে এই কবুতর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার চারটি ক্লাবের ১০ হাজার কবুতর ছাড়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে চারটি ট্রাক থেকে কবুতরগুলো ছাড়া হয়। চারটি ক্লাবই ঢাকার। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে। এই প্রতিযোগিতাকে ‘পিজন রেসিং’ বলে। ‘বাংলাদেশ রেসিং প্রিজন ইন্টারপ্রেনার লিমিটেড’ এর আয়োজন করে।
ক্লাব চারটি হলো, বাংলাদেশ রেসিং পিজন ওনার্স অ্যাসোসিয়েশন (বিআরপিওএ), বাংলাদেশ রেসিং পিজনস এন্ট্রাপ্রেনিউর (বিআরপিইএল), বাংলাদেশ রেসিং পিজন ফ্যান্সিয়ারস ক্লাব (বিআরপিএফসি) ও অ্যালায়েন্স রেসিং পিজন ক্লাব ঢাকা (এআরপিসিডি)।
এদিকে কবুতরের প্রতিযোগিতা এই অঞ্চলে সর্বপ্রথম অনুষ্ঠিত হওয়ায় প্রতিযোগিতাটি উপভোগ করতে শত শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিযোগিতার বিষয়ে বিআরপিওএ-এর ক্লাবের প্রতিনিধি মওদুদ আহমেদ বলেন, ‘একজাতীয় হোমার কবুতরের উন্নত জাত রেসার কবুতর। এসব কবুতরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় পর্যায়ে এই কবুতর প্রতিযোগিতাটি তিনটি স্থান থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মোকামতলা থেকে এবং এরপর পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ঢাকা পর্যন্ত সর্বশেষ রেস অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া কবুতর গুলো ঢাকায় অবস্থিত নিজ নিজ ক্লাবে পৌঁছাবে। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে।’
খাঁচা ভর্তি চারটি ট্রাক। মাঠ ভর্তি দর্শকের সামনে ছাড়া হলো। এ সময় মুগ্ধ হয়ে দেখেন বগুড়াবাসী। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে এই কবুতর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার চারটি ক্লাবের ১০ হাজার কবুতর ছাড়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে চারটি ট্রাক থেকে কবুতরগুলো ছাড়া হয়। চারটি ক্লাবই ঢাকার। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে। এই প্রতিযোগিতাকে ‘পিজন রেসিং’ বলে। ‘বাংলাদেশ রেসিং প্রিজন ইন্টারপ্রেনার লিমিটেড’ এর আয়োজন করে।
ক্লাব চারটি হলো, বাংলাদেশ রেসিং পিজন ওনার্স অ্যাসোসিয়েশন (বিআরপিওএ), বাংলাদেশ রেসিং পিজনস এন্ট্রাপ্রেনিউর (বিআরপিইএল), বাংলাদেশ রেসিং পিজন ফ্যান্সিয়ারস ক্লাব (বিআরপিএফসি) ও অ্যালায়েন্স রেসিং পিজন ক্লাব ঢাকা (এআরপিসিডি)।
এদিকে কবুতরের প্রতিযোগিতা এই অঞ্চলে সর্বপ্রথম অনুষ্ঠিত হওয়ায় প্রতিযোগিতাটি উপভোগ করতে শত শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিযোগিতার বিষয়ে বিআরপিওএ-এর ক্লাবের প্রতিনিধি মওদুদ আহমেদ বলেন, ‘একজাতীয় হোমার কবুতরের উন্নত জাত রেসার কবুতর। এসব কবুতরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় পর্যায়ে এই কবুতর প্রতিযোগিতাটি তিনটি স্থান থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মোকামতলা থেকে এবং এরপর পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ঢাকা পর্যন্ত সর্বশেষ রেস অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া কবুতর গুলো ঢাকায় অবস্থিত নিজ নিজ ক্লাবে পৌঁছাবে। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে।’
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি ছুড়ে হত্যার ঘটনার করা মামলায় মৃত এক যুবলীগ নেতাকে আসামি করা হয়েছে। তাঁর নাম হারুন মোড়ল (৫০)। তিনি উপজেলার সিংগারদীঘি গ্রামের মৃত জিল্লুর রহমান মোড়লের ছেলে ও মাওনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। গত বছরের ১৪ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে
২ ঘণ্টা আগেযশোরের কেশবপুরে জলাবদ্ধতার কারণে উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৫০ হেক্টর জমিতে হচ্ছে না বোরো আবাদ। গত বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে এলাকার মাঠঘাট জলাবদ্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
২ ঘণ্টা আগেআমদানি পর্যাপ্ত হওয়ার পর বন্দরনগরী চট্টগ্রামে মিলছে না সয়াবিন তেল। যেসব বোতল পাওয়া যাচ্ছে, তা বিক্রি হচ্ছে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। সংকট কোথায় জানে না কেউ। সরকারের পক্ষ থেকে পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিলেও কোনো কার্যক্রম চোখে পড়ছে না।
২ ঘণ্টা আগেবাতিঘর প্রকাশনীর প্যাভিলিয়নের সামনে বেশ ভিড়। বই কেনার পাশাপাশি জটলাটা লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনকে ঘিরে। অটোগ্রাফ আর সেলফি শিকারিদের কবলে পড়েছিলেন তিনি। একের পর এক নাম সই আর সেলফির আবদার মেটানো থেকে সাময়িক বিরতি নিয়ে কথা বললেন তিনি। জানালেন, বইমেলার শেষ দিকে কালই প্রথম মেলায় এসেছেন। এবার তাঁর দুটি
২ ঘণ্টা আগে