Ajker Patrika

ট্রাক থেকে উড়াল দিল ১০ হাজার কবুতর, মুগ্ধ হয়ে দেখল বগুড়াবাসী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২৩: ১০
ট্রাক থেকে উড়াল দিল ১০ হাজার কবুতর, মুগ্ধ হয়ে দেখল বগুড়াবাসী

খাঁচা ভর্তি চারটি ট্রাক। মাঠ ভর্তি দর্শকের সামনে ছাড়া হলো। এ সময় মুগ্ধ হয়ে দেখেন বগুড়াবাসী। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে এই কবুতর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার চারটি ক্লাবের ১০ হাজার কবুতর ছাড়া হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, সকালে চারটি ট্রাক থেকে কবুতরগুলো ছাড়া হয়। চারটি ক্লাবই ঢাকার। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে। এই প্রতিযোগিতাকে ‘পিজন রেসিং’ বলে। ‘বাংলাদেশ রেসিং প্রিজন ইন্টারপ্রেনার লিমিটেড’ এর আয়োজন করে। 

ক্লাব চারটি হলো, বাংলাদেশ রেসিং পিজন ওনার্স অ্যাসোসিয়েশন (বিআরপিওএ), বাংলাদেশ রেসিং পিজনস এন্ট্রাপ্রেনিউর (বিআরপিইএল), বাংলাদেশ রেসিং পিজন ফ্যান্সিয়ারস ক্লাব (বিআরপিএফসি) ও অ্যালায়েন্স রেসিং পিজন ক্লাব ঢাকা (এআরপিসিডি)। 

শনিবার সকালে ট্রাক ভর্তি কবুতর নিয়ে আসা হয় মোকামতলা হাইস্কুল মাঠেএদিকে কবুতরের প্রতিযোগিতা এই অঞ্চলে সর্বপ্রথম অনুষ্ঠিত হওয়ায় প্রতিযোগিতাটি উপভোগ করতে শত শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

প্রতিযোগিতার বিষয়ে বিআরপিওএ-এর ক্লাবের প্রতিনিধি মওদুদ আহমেদ বলেন, ‘একজাতীয় হোমার কবুতরের উন্নত জাত রেসার কবুতর। এসব কবুতরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় পর্যায়ে এই কবুতর প্রতিযোগিতাটি তিনটি স্থান থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মোকামতলা থেকে এবং এরপর পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ঢাকা পর্যন্ত সর্বশেষ রেস অনুষ্ঠিত হবে।’ 

একই সময়ে চারটি ট্রাকের ১০ হাজার কবুতর উড়াল ছাড়া হয়তিনি আরও বলেন, ‘আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া কবুতর গুলো ঢাকায় অবস্থিত নিজ নিজ ক্লাবে পৌঁছাবে। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত